নতুন নিয়োগ-প্রকল্প সব বন্ধের সিদ্ধান্ত রাজ্য সরকারের

0
3

করোনার যেরে চারদিকে সব বন্ধ। ব্যবসা-বাণিজ্য, কাজ সব বন্ধ। স্বাভাবিকভাবেই তার প্রভাব পড়েছে ভাঁড়ারে।রাজ্য প্রত্যেক বেশ কিছু পদক্ষেপ নিচ্ছে করোনা মোকাবিলা করতে।আজ নবান্ন থেকে এক নোটিশ প্রকাশিত হয়। সেখানে বেশ কিছু পদক্ষেপের কথা জানানো হয় এই করোনা পরিস্থিতি মোকাবিলা করতে।

**নোটিশটি নীচে দেওয়া আছে ,দরকার পড়লে ডাউনলোড করে পরে নিতে পারেন

# নতুন কিছু স্কিম গ্রহণ করা চলবে না।দরকার পড়লে নবান্নের অনুমতি লাগবে।
# একইসঙ্গে স্থগিত করে দেওয়া হল নতুন প্রকল্পও।
# এই পরিস্থিতিতে তাই নতুন নিয়োগ বন্ধের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার,যতক্ষণ না নবান্নের অনুমতি আসছে।
# গাড়ি-কম্পিউটার-ফার্নিচার কেনা যাবে না।
# স্কুল,কলেজ,হাসপাতাল এর জন্য কিছু জরুরী ভিত্তিতে কিনতে হলে নবান্নের অনুমতি লাগবে। 
# ইকোনমি ক্লাসে আমলাদেরকে যাত্রা করতে হোবে,যখন যাত্রার অনুমতি মিলবে তখন।
# হাউশ বিল্ডিং অগ্রিম মিলবে না ।
# GPF থেকে শুধুমাত্র শিক্ষা, চিকিৎসা ও বিবাহ খাতে টাকা তোলা যাবে।
# গাড়ি ভাড়া করা যাবে না
# বর্তমানের চালু স্কিমের অর্থ বাড়ানো যাবে না। দরকার পড়লে নবান্নের অনুমতি লাগবে। 

 

উল্লেখ্য নবান্ন এর মাঝে নবান্ন বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রকল্পের খাতে খরচ বন্ধ করবে না বলে জানিয়ে দিয়েছে। 

# সমস্ত রকম বেতন, পেনশনের খাতে খরচ বন্ধ হবে না । ফলে বেতন,পেনশন পেতে কোনও সমস্যা হবে না।
# কন্যাশ্রী,স্বাস্থ্য সাথী,যুবশ্রী,রূপশ্রী সহ এই সমস্ত খাতে খরচ বন্ধ হবে না । ফলে এই সমস্ত প্রকল্প গুলো যেমন চলছে তেমনই চলবে।
# সমস্ত কেন্দ্র স্কিম ,যেমন ১৪ ঠ এবং ১৫ ই অর্থ কমিশন যেমন চলছে তেমনই চলবে।
# করোনা নিয়ে সমস্ত স্বাস্থ্য প্রকল্প চলবে ।
# উপরি উক্ত সমস্ত বিষয় গুলো ৩০/০৬/২০২০ অথবা নতুন অর্ডার আসা অব্দি কার্যকরী থাকবে।

 

এই নোটিশটি ডাউনলোড করতে একমিনিট অপেক্ষা করুন। নীচে টাইমার দেখতে পাবেন।

[su_button id=”download” url=”http://www.wbfin.nic.in/writereaddata/1491-F(Y).pdf” target=”blank” style=”3d” background=”#1a1b1d” color=”#fef02b” size=”9″ wide=”yes” center=”yes” icon_color=”#ffffff” text_shadow=”0px 0px 0px #f392aa”]CLICK HERE TO DOWNLOAD [/su_button]

এই খবর নিয়ে বেশি চিন্তিত হবার কোনও কারণ ণেঈ।জানা গিয়েছে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেও সমস্ত প্রক্রিয়া আগে যেমন ছিল সেই ভাবেই চলবে।এই নোটিশটি শুধু মাত্র জুলাই মাস অব্দি কার্যকারী থাকবে। তার আগে পরিস্থিতি স্বাভাবিক হলে এই নোটিশটি তুলে নেওয়া হবে বলে জানা গিয়েছে।


আরও পড়ুন

Full update How to apply for the post of Corona Volunteer in West Bengal

প্রাথমিক শিক্ষক নিয়োগ এবং শিক্ষক নিয়োগ মামলার আপডেট

অপার প্রাইমারি শিক্ষক নিয়োগ এবং শিক্ষক নিয়োগ মামলার আপডেট

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here