শিক্ষা মন্ত্রীর নতুন ঘোষণাঃ দূরদর্শনের মাধ্যমে ক্লাস নেওয়া বাতিল করল রাজ্য

Wb_School_closer _notice
Wb_School_closer _notice

গতকাল প্রেস কোনফারেশন করে মাননীয় শিক্ষামন্ত্রীর  পার্থ চট্টোপাধ্যায় জানায় যে,ভার্চুয়াল বা ONLINE ক্লাসের মাধ্যমে পড়ুয়াদের শিক্ষাদান করা হবে।আগামী ৭ ই এপ্রিল থেকে ১৩ ই এপ্রিল পর্যন্ত এই ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ তিনি এক ভিডিও বার্তা দিয়ে জানান যে,”দূরদর্শনের মাধ্যমে ক্লাস নেওয়ার যে কর্মসূচির কথা ঘোষণা করা হয়েছিল তা আজ বাতিল করে দিল রাজ্য সরকার। উল্লেখ্য, ৭-১৩ এপ্রিল বিকেল ৪টে থেকে ৫টা বিভিন্ন বিষয়ে এই ক্লাস হওয়ার কথা ছিল। “

তিনি আজ একটি ভিডিওবার্তায় জানান, যে সময়টা ঠিক হয়েছে সেটা ছাত্র-শিক্ষকদের কাছে লাভজনক হচ্ছিল না। তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।নীচে ভিডিওটিদেওয়া আছে দেখে নিতে পারেন।

 


আরও পড়ুন

Full update How to apply for the post of Corona Volunteer in West Bengal

Food coupons would be distributed by BLO during lock down