মাননীয় শিক্ষামন্ত্রীর পার্থ চট্টোপাধ্যাায় বৃহস্পতিবার এক ভিডিও বার্তা দিয়েছিলেন।এর পর সেই বিষয়ে শুক্রবার এক নজিরবিহীনভাবে নির্দেশিকা জারি করল রাজ্য স্কুল শিক্ষা দফতর।
কি ছিল সেই ভিডিও বার্তায় ? মাননীয় শিক্ষামন্ত্রীর পার্থ চট্টোপাধ্যাায় জানিয়েছিলেন যে, বেসরকারি স্কুলগুলি কোনভাবেই ফি বৃদ্ধি (School fees) করতে পারবে না। এর পর শিক্ষা দপ্তর সেই মর্মে নোটিশ জারি করেছে।
দেশজুড়ে ক্রমশই বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমনের ঘটনা। করোনাকে মোকাবিলা করার জন্য দেশজুড়ে চলছে লকডাউন।জল্পনা রয়েছে এই লকডাউন আরও বেশ কিছুদিন বাড়তে পারে ! এই সময়ে সাধারণ মানুষের যাতে ফি দিতে অসুবিধা না হয় সেই জন্য এমন নির্দেশিকা বলে জানা গিয়েছে।
নির্দেশিকা জানানো হয়েছে বেসরকারি স্কুল গুলি কোনোভাবেই ফি (School fees) বৃদ্ধি করতে পারবে না। এই প্রথম রাজ্যের তরফে বেসরকারি স্কুলগুলোর জন্য সরাসরি কোনো নির্দেশিকা জারি করা হল।
{READ MORE:–মে মাসে স্কুলে ২ কেজি করে চাল ও আলু বিতরণ : মুখ্যমন্ত্রী}
[DOWNLOAD PDF] Online Class Room start in West Bengal from today
প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি অব্দি “মডেল অ্যাক্টিভিটি টাস্ক” DOWNLOAD করতে এখানে ক্লিক করুন