দীর্ঘদিন পরেও Physical Education and Work Education নিয়ে কোর্টের stay orders উঠছে না। বলা বাহুল্য প্রায় ৬ মাস কেটে গেলও এই কেস নিয়ে কোনও মুভমেন্ট হচ্ছে না। ২৯ জানুয়ারি ২০১৯ কোর্ট Physical Education and Work Education নিয়ে stay orders। কিছু জন চাকরীতে যোগ করেছে আবার কিছু জন প্রায় ৮০০ জন নিয়োগ পত্র হাতে পেয়েও চাকরীতে যোগদান করতে পারছেন না।
গত ৫ই অগস্ট এই মামলা টি কলকাতা হাইকোর্টে উঠেছিলো । সেই দিনের কোর্টের order কপি নীচে দেওয়া হয়েছে।
অর্থাৎ এই কেসটির আবার ৮ই আগস্ট আবার শুনানি আছে। অর্থাৎ রোজ একটা একটা করে দিন পার হয়ে যাচ্ছে কিন্তু এই কেসের সেই রকম কিছু অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে না যে কবে ঐ আনুমানিক প্রায় ৮০০ জন চাকরীতে যোগদান করবেন।
এই কেসের সমস্ত রকম আপডেট পেতে নিয়মিত ফল করুন।