প্রাথমিক শিক্ষকদের ”পে প্রোটেকশন” পরের মাস থেকেই সঙ্গে ফিটমেন্ট ফ্যাক্টর[1.24] নিয়ে নিউজ আপডেট !!

1
27

This Post Contents

গতকাল অর্থাৎ ৪ই সেপ্টেম্বর পিন্টু পাড়ুই রাজ্য সভাপতি- West Bengal Primary Trained Teacher Association বিধানসভায় শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে করেন বলে জানা গিয়েছে। সেখানে শিক্ষক নিয়োগ এবং বেতন বৃদ্ধি সহ একগুচ্ছ দাবি নিয়ে আলোচনা হয় বলে জানা যাচ্ছে।

পিন্টু পাড়ুই জানিয়েছেন যে,
১। আন্দোলনকারী বঞ্চিত PTTI দের নিয়ে সাত দিনের মধ্যে সদর্থক সিদ্ধান্ত জানাবেন।

২। প্রাথমিক শিক্ষকদের সিনিয়ররিটি মেনটেন করেই পে -প্রোটেকশন, ফিটমেন্ট ফ্যাক্টর সহ সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

তিনি আরও জানিয়েছেন যে,শিক্ষামন্ত্রী সঙ্গে উপরিউক্ত বিষয় নিয়ে আলোচনার সময় শিক্ষমন্ত্রী জানিয়েছেন যে তিনি  সমস্ত বিষয়ে মূখ্যমন্ত্রীর সঙ্গে আলচনা আলোচনা করবেন ।

তিনি একটি অনলাইন পোর্টালকে জানিয়েছেন যে প্রাথমিক শিক্ষকদের সমস্ত দিক সুরক্ষিত রেখে নির্দিষ্ট ফিটমেন্ট ফ্যাক্টর অনুসারে বেতন বৃদ্ধি হবে এবং তা 1.24 অনুসারে হবে!

আমরা আপনাদের সুবিধার্থে একটি নির্দিষ্ট ফিটমেন্ট ফ্যাক্টর দিয়ে ক্যালকুলেটরের তৈরি করেছি এবং তা নীচে দিয়েছি শুধু নিজের বর্ধিত গ্রেড পে সিলেক্ট করুন এবং আপনার বর্তমান বেসিক পে পুট করুন ।

:Disclaimer:

***THIS IS NOT ANY OFFICIAL UPDATES***

এখনও সরকারের তরফ থেকে কোনও ফিটমেণ্ট ফ্যাক্টর প্রকাশ করা হয়নি। সেই ফর্মুলা প্রকাশ করলে তা সর্ব প্রথম আপনাদের জন্য তা আমরা আপনাদের জন্য আনবো। তাই নিয়মিত এই  ওয়েবসাইটটি ফল করুন

 

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here