আজ ১৯ শে সেপ্টেম্বর কলকাতা হাইকোর্টে প্রাথমিকে ভুল প্রশ্ন মামলা থেকে নিয়োগ প্রক্রিয়া কেন শুরু হচ্ছে না, সেই নিয়ে গুরুত্বপূর্ণ শুনানী ছিল কলকাতা হাইকোর্টে।
আজ সেই গুরুত্বপূর্ণ শুনানীতে কোলকাতা হাইকোর্ট প্রাথমিক পর্ষদকে দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দিলেন বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় ৷ এছাড়াও ২৬ শে সেপ্টেম্বর আবার প্রাথমিক শিক্ষা পর্ষদের সচিব রত্না চক্রবর্তী বাগচিকে আদালতে হাজিরা দিয়ে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন ৷
কলকাতা হাইকোর্ট গত ৩ রা অক্টোবর ২০১৮ সালে ভুল প্রশ্ন মামলার রায়ে জানিয়ে দেয় যে,যারা মামলাকারী আছেন তাঁদের প্রত্যেকের খাতা ৬ নাম্বার দিয়ে পুনঃমুল্যায়ন করতে হবে। সেক্ষেত্রে তাঁরা যদি পাস মার্কস পায় তাহলে প্রাথমিক পর্ষদকে তিন মাসের মধ্যে তাঁদের কে প্রাথমিকে শিক্ষক হিসেবে নিযুক্ত করতে হবে। কিন্তু দীর্ঘদিন পার হয়ে গেলেও তাঁদের নিয়োগ নিয়ে কোনও আপডেট বেরিয়ে আসছিল না ফলে তারা আবার কলকাতা হাইকোর্টে “contempt of court orders ” case ফাইল করে। যা গত ১৪ ই আগস্ট হাইকোর্টের শুনানীতে প্রাথমিক পর্ষদের সচিবকে আজ ১৯ শে সেপ্টেম্বর কলকাতা হাইকোর্ট স্বশরীরে হাজিরার নির্দেশ দিয়েছিলো আদালত।
সেইমতো আজ হাইকোর্টে হাজিরা দেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সচিব ৷ তিনি জানান, হাইকোর্টের নির্দেশ মেনে আবেদনকারী চাকরিপ্রার্থীদের নম্বর দেওয়ার কাজ করছে তারা । এক সপ্তাহের মধ্যে সেই প্রক্রিয়া সম্পন্ন হবে । এরপরই বর্ধিত নম্বরের ভিত্তিতে নিয়োগ করা হবে বলে জানান