Breaking News:Primary TET 2014 Supreme Court Case Update,১৬৫০০ নিয়োগ মামলা নিয়ে খবর

0
76

Primary TET 2014 Supreme Court Case:- প্রাথমিকের শিক্ষক নিয়োগ সমস্যার সমাধান কিছুতেই মিটছে না। কোলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের মামলাকে চ্যালেঞ্জে জানিয়ে সুপ্রিমকোর্টে মামলা দায়ের, সেই মামলা নিয়ে এবং কোলকাতা হাইকোর্টের মামলা নিয়ে আজকের বিস্তারিত আপডেট।

Primary TET 2014 Supreme Court Case Listed In Supreme Court

আপনারা আগেই অবগত আছেন যে প্রাথমিকের ১৬৫০০ শিক্ষক নিয়োগের উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেন মাননীয় বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ । সেই সিঙ্গেল বেঞ্চের মামলাটিকে চ্যালেঞ্জে জানিয়ে কোলকাতা হাইকোর্টের ডিভিশনে মামলাটিকে নিয়ে যায় পর্ষদ । সেখানে ঐ অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ তুলে নেন ডিভিশন বেঞ্চের মাননীয় দুই বিচারপতি , এর সঙ্গে প্রাথমিক পর্ষদকে নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যাওয়ার নির্দেশ দেন কিছু শর্ত সাপেক্ষে। ডিভিশন বেঞ্চে সঙ্গে এই মামলাটিকে চূড়ান্ত নিস্পত্তির জন্য ফের সিঙ্গেল বেঞ্চে ফেরত পাঠায়, সেই মামলার এখনও চূড়ান্ত নিস্পত্তি বাকী আছে সিঙ্গেল বেঞ্চে।

KOLKATA HIGH COURT
Primary TET 2014 Supreme Court Case

এর মধ্যেই ডিভিশন বেঞ্চের ঐ মামলাকে চ্যালেঞ্জে জানিয়ে সুপ্রিমকোর্টে মামলা দায়ের করা হয় । সেই মামলাটির শুনানির দিন সামনে এসেছে।

সুপ্রিমকোর্টের কেস নিয়ে এবং ১৬৫০০ নিয়োগের উপর কি কি শর্ত আরোপ করেছিল কোর্ট দেখতে এখানে ক্লিক করুন।

SUPREME COURT OF INDIA
Primary TET 2014 Supreme Court Case

জানা গিয়েছে ঐ মামলাটি সুপ্রিমকোর্টে আগামী বৃহস্পতিবার অর্থাৎ ২৫শে মার্চ সকাল ১০.৩০ সময় শুনানির জন্য উঠবে।ঐ মামলাটি ২ নম্বর সিরিয়ালে শুনানির জন্য ফিক্সড হয়েছে। ওই দিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুনানি হবে। সুপ্রিম কোর্টে মাননীয় বিচারপতি ডি.ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি এম.আর শাহ্ এবং বিচারপতি সঞ্জীব খান্নাকে নিয়ে গঠিত হয়েছে তিন বিচারপতির বিশেষ বেঞ্চ, সেখানেই শুনানি হবে ঐ মামলাটি।

Primary_TET_2014_Supreme_Court_Case-
Primary_TET_2014_Supreme_Court_Case-

এই দিকে প্রাথমিক পর্ষদ ঐ সুপ্রিমকোর্টের মামলা নিয়ে কেভিয়েট দাখিল করে রেখেছে ফলে পর্ষদের বক্তব্য না শোনা অব্দি এই মামলাটির নিস্পত্তি সম্ভব নয়। কেভিয়েট নিয়ে বিস্তারিত আপডেট পেতে বা আগেই যারা প্রাথমিক শিক্ষক রূপে কাজে যোগদান করেছেন তাঁদের কি হবে >> এই নিয়ে আপডেট পেতে এখানে ক্লিক করুন ।

প্রকাশিত হয়েছে ১৬৫০০ মেরিট লিস্ট >> সেই লিস্ট দেখতে চান বা ডাউনলোড করতে চান তাহলে এখানে ক্লিক করুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here