প্রাথমিক টেটে 2015 মামলায় জিতেও স্বস্তি নেই রাজ্যের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে মামলাকারীরা !!

0
25

2015 টেট নিয়ে কিছু দিন আগেই বিরাট জয় পেয়েছে রাজ্য সরকার। 2015 প্রাথমিক টেট প্রশ্ন ফাঁস নিয়ে অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে সিঙ্গল বেঞ্চ এ মামলা দায়ের করেন কিছু চাকরিপ্রার্থী।

সেই মামলায় বড় জয় পেয়েছে রাজ্য সরকার। যার ফলে টেট পাস করে কর্মরত প্রায় ৪০ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি নিশ্চিত হয়েছে,কিন্তু যে লেটেস্ট আপডেট বেরিয়ে আসছে তাতে চিন্তার ভাঁজ পড়েছে ঐ চাকরিপ্রার্থী মধ্যে।কারণ ঐ রায়ে সন্তুষ্ট নয় মামলাকারীরা বলে জানা যাচ্ছে।ফলে সিঙ্গেল বেঞ্চের ঐ রায়কে চ্যালেঞ্জ জানিয়ে তারা ডিভিশন বেঞ্চে যাচ্ছে বলে খবর বেরিয়ে এসেছে । আর সেই জন্য তারা প্রস্তুতি নিতে শুরু করেছে বলে খবর পাওয়া যাচ্ছে। এখন দেখার ডিভিশন বেঞ্চ কি রায় দেয়।

অপর দিকে আপনারা জানেন যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া বিভিন্ন মামলার জালে আটকে রয়েছে।

আজ “বসির আমহেদ কেস” টি আদালতে উঠতে চলেছে।সেই দিকে তাকিয়ে লক্ষ লক্ষ চাকরিপ্রার্থী। এই মামলাটি ও 2015 সালে প্রাথমিকে টেট ভুল প্রশ্ন মামলা। এই কেসটি সিরিয়াল নাং 2 আছে। কেসটি আজ উঠার সম্ভাবনা প্রবল।

screenshot 20190813 0924205251482952895063112

যদি আজ কেসটি উঠে তাহলে কোর্ট কি রায় দেয় সেই দিকে নজর থাকবে আমাদের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here