Salary hike news for teachers in westbengal

0
111

শিক্ষকদের বেতন বৃদ্ধি নিয়ে পশ্চিবঙ্গে একাধিক আন্দোলন, অনশন দেখেছে রাজ্যবাসী। প্রাথমিক শিক্ষক থেকে শুরু করে, ssk, msk শিক্ষকদের বেতন নিয়ে হয়েছে আন্দোলন। কিছু দিন আগেই আবার tgt স্কেলের দাবি বিভিন্ন আন্দোলন কর্মসূচি গ্রহণ করে শিক্ষকরা। এর পর তারা জেলায় জেলায় বিভিন্ন ডিআই অফিসে আন্দোলন ও করে। প্রাথমিক শিক্ষকদের টানা 14 দিনের আন্দোলনের পর বেতন বৃদ্ধি নিয়ে গত 26 শে জুলাই নোটিশ প্রকাশ করে শিক্ষা দপ্তর।

অপর দিকে ssk এবং msk শিক্ষকরা লাগাতার আন্দোলন করে এবং পরে মাননীয় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সেই সমস্ত শিক্ষকদেরকে আশ্বস্থ করেন যে খুব শ্রীঘ্রই তাঁদের বেতন বৃদ্ধি নিয়ে নোটিশ প্রকাশ করা হবে। এবং সেই মত গত 18/10/2019 শে শিক্ষা দপ্তর থেকে একটা বেতন বৃদ্ধির নোটিশ প্রকাশ পায়।

সেই নোটিশে লক্ষ্য করলে দেখা যাচ্ছে যে শুধু ssk এবং msk শিক্ষকদের নয়,সঙ্গে একাডেমিক সুপারভাইজার দের এবং সম্পাসড়ক দেরও বেতন বৃদ্ধি কথা জানানো হয়েছে।

 

Sahaya/sahayikas বেতন 10,000
Mukhyo Sahaya/sahayikas বেতন10,340
Samprasarak/Samprasarikas 13,000
Mukhyo Samprasarak/Samprasarikas 14,000
Academic supervisor
12,500

 

 

উপরিউক্ত বেতন বৃদ্ধি লাগু হবে 01.04.2019 থেকে। ফলে পূজোর মরসুমে তাঁদের এবং এই সমস্ত পরিবারের সদস্যদের কাছে একটা বিরাট খুশির খবর বলা যেতে পারে।

অপর দিকে প্রাথমিক শিক্ষকদের ফিটমেন্ট ফ্যাক্টর অনুসারে বেতন বৃদ্ধি নিয়ে আজকের আপডেট দেখতে এখানে ক্লিক করুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here