Shorten Syllabus,Change Academic Year,School Reopen In 2020

0
7

স্কুল কবে খুলবে ? স্কুলের পাঠ্যক্রম সঙ্কোচন ? Shorten Syllabus,Change Academic Year,School Reopen In 2020

করোনার জন্য বেশ কিছু দিন ধরেই বন্ধ দেশের স্কুল, কলেজ,বিশ্ববিদ্যালয়। এবার আসতে আসতে স্বাভাবিক হচ্ছে সাধারণ মানুষের জীবন। যদিও এখনও দিনের পর দিন বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। কবে স্কুল খুলবে (School Reopen In 2020) ? এবং স্কুল খুললে পাঠ্যক্রম কি সঙ্কোচন করা হবে (Shorten Syllabus) ? এই শুরু হয়েছে জোর জল্পনা।যে সমস্ত খবর বেরিয়ে আসছে কিছু দিন ধরে সেখানে দেখা যাচ্ছে যে,এখনই স্কুল খোলার পক্ষে নয় বেশ কিছু অভিভাবকগণ।এর প্রধান কারণ হল করোনা পরিস্থিতি দিনের পর দিন বাড়ছে।ফলে তাঁরা নিজেদের ছেলে মেয়েদের এখন স্কুলে পাঠিয়ে সমস্যায় পড়তে চান না।

অপর দিকে রবিবার কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক জানিয়েছেন যে আগষ্ট 15ই এর মধ্যে স্কুল খোলা হতে পারে । এই নিয়ে লাইভ ভিডিও ও খবর পড়তে এখানে ক্লিক করুন

Shorten Syllabus-Change-Academic-Year-School-Reopen

এই দিকে করোনা পরিস্থিতিতে স্কুল এখনই খুলবে না ধরে নিয়েই পাঠ্যক্রম সঙ্কোচনের চিন্তা ভাবনা শুরু হয়েছে। যদি এই পাঠ্যক্রম সঙ্কোচন করা হয় তাহলে বছরে তিনটি পরীক্ষার বদলে একটি পরীক্ষা নেওয়া হতে পারে। সঙ্গে শিক্ষাবর্ষও পরিবর্তন করা হতে পারে। ডিসেম্বর এর বদলে নতুন বছর 2021 সালের ফেব্রুয়ারি মাস অব্দি বাড়ানো হতে পারে 2020 র শিক্ষাবর্ষকে।

Shorten Syllabus-Change-Academic-Year-School-Reopen
Change-Academic-Year-School-Reopen

অপর দিকে সোমবার শিক্ষামন্ত্রী এক সাক্ষাৎকারে জানিয়েছেন যে,স্কুল খোলা বা বন্ধ করার ব্যাপারে কেন্দ্রীদের তরফে কোনও নোটিশ রাজ্যকে দেওয়া হয় নি। ফলে রাজ্যের সব শিক্ষা প্রতিষ্ঠান ৩০ জুন পর্যন্ত বন্ধ থাকবে। পরিস্থিতি দেখে পরবর্তীতে কোনও সিধান্ত নেওয়া হবে । অপর দিকে তিনি জানিয়েছেন এখন স্কুল খোলা নয়,তাঁদের প্রাথমিক চিন্তা হল উচ্চমাধ্যমিকের পরে থাকা পরীক্ষা গুলো শেষ করা। নির্দিষ্ট রুটিন অনুসারে উচ্চমাধ্যমিক এর পরীক্ষা নেওয়া হবে 2,6,8 জুলাই।

MHRD MINISTRY নোটিশ দেখতে এখানে ক্লিক করুন । কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক গত রবিবার জানিয়েছেন যে,স্কুল খোলা নিয়ে 15ই আগষ্ট এর মধ্যে স্কুল খোলা এবং যেসমস্ত পরীক্ষা হয়ে গিয়েছে তাঁর রেজাল্ট প্রকাশ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here