[ SINGLE TEST FOR JOBS :-BUDGET 2020 ] NEW RECRUITMENT BOARD FOR NON GAZETTED GOVT JOBS

একটা গুরুত্বপূর্ণ খবর বেরিয়ে আসছে  চাকরিপ্রার্থীদের জন্য । আজ বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন । সেখানে তিনি জানিয়েছেন যে , এবার নন-গেজেটেড সরকারি চাকরির জন্য  একটি অভিন্ন বোর্ড গঠনের প্রস্তাব তিনি দিয়েছেন । ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি বা এনআরএ নামের একটি নয়া রিক্রুটমেন্ট বোর্ড গঠন হবে ! যদি এটা বাস্তবে রূপান্তরিত হয় তাহলে চাকরিপ্রার্থীদের কাছে একটা ভালো খবর বলা যেতে পারে । তিনি এও জানিয়েছে যে, বিভিন্ন সরকারি নন-গেজেটেড পদের নিয়োগের পরীক্ষার জন্য স্বাধীন ভাবে কাজ করবে ঐ সংস্থা ।

 

দেশের প্রতিটি জেলায় পরীক্ষা কেন্দ্র গড়ে তোলা হবে ৷ ঐ কেন্দ্র থেকে অনলাইনে নিয়োগ পরীক্ষা নেওয়া হবে ৷শুধু একটা মাত্র পরীক্ষার মাধ্যমে,ছাত্র ছাত্রীরা  বিভিন্ন  নন-গেজেটেড সরকারি চাকরির পাবেন।

সমস্ত প্রকার এডুকেশন নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ এ যুক্ত হন

–::: এখানে ক্লিক করুন :::–

 

এবারের কেন্দ্রীয় বাজেটে শিক্ষা ক্ষেত্রে ৯৯ হাজার ৩০০ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার৷ স্কিল ডেভেলপমেন্টের জন্য ৩ হাজার কোটি টাকা বরাদ্দ করার প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন৷

 

সীতারামন জানিয়েছেন যে, “দেশের শিক্ষার মান উন্নয়নের জন্য উপযুক্ত প্রশিক্ষিত শিক্ষক দরকার । তাই বেতনের পরিমাণ বাড়িয়ে প্রশিক্ষিত শিক্ষক নিয়োগের জন্য শিক্ষাখাতে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ সহ বেসরকারি বিনিয়োগের পরিমাণ বাড়ানো প্রয়োজন । শিক্ষাক্ষেত্রে সাধারণ বিভাগ, প্রযুক্তি ও বিজ্ঞান বিভাগের ছাত্র-ছাত্রীদের জন্য কর্মক্ষেত্রের সুযোগ বৃদ্ধির প্রয়োজন ।”নতুন শিক্ষানীতির দ্রুত ঘোষণা করা হবে বলে আজ  বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন ৷

 


আরও খবর পড়ুন নীচের টাইটেল এ ক্লিক করে

1) বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর,  শিক্ষক-শিক্ষিকারা শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে

2) স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ নিয়ে আরও খবর পড়তে ,এখানে ক্লিক করুন 

3) পে কমিশনের ক্যালকুলেটর এর মাধ্যমে পে কমিশনের যাবতীয় হিসাব নিকাশ পেত, এখানে ক্লিক করুন

4) প্রাথমিক টেট নিয়ে খবর পড়তে ,এখানে ক্লিক করুন