Some important work to receive hike pension

0
328

শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষা কর্মীরা বর্ধিত বেতন হাতে পেয়েছেন। কিন্তু রাজ্যের অবসর প্রাপ্ত স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষা কর্মীদের বর্ধিত পেনশন এখনও হয় নি। কিন্তু তাঁদের পেনশন যাতে দ্রুত হয় সেই নিয়ে নোটিশ জারি করা হয়েছে।

PENSION ROPA NOTICE FOR TEACHERS
PENSION ROPA NOTICE FOR TEACHERS

নোটিশটি দুটি পর্যায়ে করা হয়েছে একটা 01.01.2016 এর আগে যাঁরা অবসর নিয়েছেন তাঁদের জন্য এবং আরেকটি নোটিশ জারি করা হয়েছে, যাঁরা 01.01.2016 পর অবসর গ্রহণ করেছেন তাঁদের জন্য।

[পেনশন নিয়ে বিস্তারিত খবর পড়তে এখানে ক্লিক করুন ]

 

দুটি নোটিশ জারি করার কারণ হল ,দুই ক্ষেত্রে পেনশন এর হিসাব নিকাশ সম্পূর্ণ আলাদা।

এবার বিভিন্ন সোর্স মারফৎ যে সমস্ত খবরা খবর গুলো বেরিয়ে আসছে সেখানে জানা যাচ্ছে যে,দুই ক্ষেত্রে পেনশন হোল্ডারদের কিছু আলাদা আলাদা কাজ করতে হবে যাতে তাঁরা বর্ধিত পেনশনটি হাতে পান।

 

প্রথমে আমরা দেখেনি যাঁরা 01.01.2016 এর আগে অবসর নিয়েছেন তাঁরা কি করবেন :—

যে সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী 01012016 এর আগে অবসর নিয়েছেন তাঁদের REVISED PENSION নিজ নিজ Treasury হিসাব করবে।

 

দ্বিতীয়ত আমরা দেখেনি যাঁরা 01.01.2016 এর পরে অবসর নিয়েছেন তাঁরা কি করবেন :—

 

যে সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী 01.01.2016 এর পরে অবসর নিয়েছেন তাঁদের ROPA 2019 অনুসারে Option জমা নিজ নিজ বিদ্যালয়ে করতে হবে। Option জমা করে Revised Pay Fixation করতে হবে এবং এই Revised Pay অনুসারে নতুন করে Revised Pension এর জন্য বিদ্যালয়ের মাধ্যমে DI অফিসে আবেদন করতে হবে। যাদের পেনশন off line হয়েছে তাঁদের off line এবং যাদের পেনশন online হয়েছে তাঁদের online এ পেনশন Revision হবে।

[ TO JOIN OUR FACE BOOK PAGE – FOR LATEST DA NEWS,PAY COMMISSION NEWS AND GOVT NOTICE CLICK BELOW

–: CLICK HERE (এখানে ক্লিক করুন) :–]

 

এই নিয়ে পরে আরও কিছু ক্লারিফিকাশন উচ্চ আধিকারিকদের কাছ থেকে আসবে বলে জানা গিয়েছে। সেই সমস্ত নোটিশ আসলে সেটা আপনাদের সঙ্গে share করা হবে।

 

[ পে কমিশন নিয়ে আরও খবরা খবর পড়তে এখানে ক্লিক করুন ]

[ পে কমিশন ক্যালকুলেটোর দিয়ে বেতন হিসাব নিকাশ করতে এখানে ক্লিক করুন ]

 

NEW HGHযে সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী 01.01.2016 এর আগে অবসর নিয়েছেন তাঁদের REVISED PENSION নিজ নিজ Treasury হিসাব করবে।

যে সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী 01.01.2016 এর পরে অবসর নিয়েছেন তাঁদের ROPA 2019 অনুসারে Option জমা নিজ নিজ বিদ্যালয়ে মাধ্যমে DI অফিসে আবেদন করতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here