Special train for Bengal migrant workers :- বাংলার পরিযায়ী শ্রমিকদের নিয়ে বিশেষ ট্রেন, সোমবারই রাজ্যের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন ২৫০০ জন, ট্যুইট করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এ দিন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইটারে লেখেন, অন্যান্য রাজ্যে আটকা পড়ে থাকা বাংলার নাগরিকদের ফিরিয়ে আনার আমাদের প্রতিশ্রুতির অংশ হিসাবে আজমির ও কেরালার দুটি বিশেষ ট্রেন আগামীকাল পশ্চিমবঙ্গে ছেড়ে দেবে ২৫০০ এরও বেশি অভিবাসী শ্রমিক, তীর্থযাত্রী, শিক্ষার্থী ও রোগী নিয়ে। প্রোটোকল অনুসারে প্রত্যেককে স্ক্রিন করা হবে ।
আরও জানা গিয়েছে যে,রাজস্থানের আজমির থেকে যে ট্রেনটি ছাড়বে সেটি কোথায় না থেকে ট্রেনটি রাজ্যে ঢুকবে। এটি আগামী ৫ মে দুপুরের দিকে রাজ্যে পৌঁছে যাবে বলে খবরে উঠে এসেছে। এর ফলে ঐ সমস্ত লোকজনের মেডিক্যাল টেস্ট ও বিভিন্ন তাঁদেরকে বিভিন্ন জেলায় পাঠানোর জন্য বাসের ব্যবস্থাও থাকবে বলে জানানো হয়েছে। ট্রেনটি রাজ্যের দুর্গাপুর এবং ডানকুনি স্টেশনে থামবে।

এই দিকে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের শ্রমিকদের জন্য এবং বাইরে আটকে পরা শ্রমিকদের জন্য বিভিন্ন প্রকল্পের ঘোষণা করেছেন। সেখানে তিনি জানিয়েছেন ঐ সমস্ত শ্রমিকদেরকে ১০০০ টাকা করে টাকা দেওয়া হবে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে।
এই রকম দুটি সামাজিক প্রকল্পের ঘোষণা করেছেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । একটি হল “প্রচেষ্টা প্রকল্প” এবং আরেকটি হল “স্নেহের পরশ” প্রকল্প । “প্রচেষ্টা প্রকল্প” সম্পর্কে বিশদে জানতে এবং কিভাবে অনলাইনে আবেদন করবেন দেখতে এখানে ক্লিক করুন। অপর দিকে “স্নেহের পরশ” প্রকল্প সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন। দরকার পরলে সরকারি সাইট https://wb.gov.in/ ভিজিট করে অথবা এখানে ক্লিক করে জানতে পারবেন। Special Train for Bengal Migrant Workers নিয়ে আপনাদের কোনও প্রশ্ন থাকলে নীচে কমেন্ট বক্সে করবেন।