SSC FORTH PHASE SEAT UPDATE FOR CLASS IX-X AND XI-XII

0
24

SSC নবম-দশমে এবং একাদশ-দ্বাদশ শ্রেণিতে চতুর্থ ফেজ এর জন্য শূন্যপদে একটা আপডেট বেরিয়ে এসেছে।

একাদশ-দ্বাদশের চতুর্থ দফার কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তি আগেই জারি করেছে ssc এবং তার কাউন্সেলিং আগামী ৪ ও ৫ সেপ্টেম্বরে হবে ।এই মর্মে নোটিশ জারি করেছে স্কুল সার্ভিস কমিশন । এর জন্য কতগুলি পদ থাকবে তা অফিসিয়াল ভাবে ঘোষণা না হলেও এখনও অব্দি যা খবর বেরিয়ে এসেছে তাতে প্রায় 700 থেকে 800 টি শুন্য পদে হবে এই কাউন্সেলিং । এই সমস্ত পদ গুলো হল ননজইনিং ,আ্যবসেন্ট, ও রিফুউজাল নিয়ে হবে এই চতুর্থ ফেজ।

আরও পড়ুন :BED ট্রেনিং প্রাপ্তরা কি প্রাথমিকে বসতে পারবে ? এই নিয়ে কি কোনও কেস আছে ?

Screenshot 20190830 181015 com.google.android.apps .docs e1567314047346

অপর দিকে নবম-দশম শ্রেণীর চতুর্থ ফেজ হবে একাদশ-দ্বাদশ কাউন্সেলিং পর। এখনও অফিসিয়াল ভাবে না জানানো হলেও একাদশ-দ্বাদশ শ্রেণি থেকে বাড়ছে শুন্য পদ নবম-দশম শ্রেণীতে। যতটুকু জানতে পারা গিয়েছে নবম-দশম শ্রেণীতে প্রায় 1300 থেকে 1500 মতন শুন্য পদ নিয়ে হবে কাউন্সেলিং

আরও পড়ুন :আদালতের রায় মেনেই তাড়াতাড়ি শিক্ষক নিয়োগ করা হবে ! তবে যোজ্য প্রার্থীদের কারা সেটা দেখতে হবে !

যতটুকু আপডেট এখনও অব্দি বেরিয়ে এসেছে তাতে জানা যাচ্ছে যে সেপ্টেম্বর এর মাঝামাঝি এই চতুর্থ ফেজ হবে নবম – দশম শ্রেণীর জন্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here