[সুপ্রিম কোর্টের নোটিশ] বন্ধ স্কুলে মিড-ডে মিল কীভাবে

supreme court notice for mdm
supreme court notice for mdm

করোনা আতঙ্ক দিনের পর দিন বেড়েয় চলেছে দেশে।এমন পরিস্থিতিতে অনেক রাজ্য স্কুল,কলেজ,বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিয়েছে। পশ্চিমবঙ্গেও করোনা আতঙ্কে স্কুলে,কলেজে,শিশু শিক্ষাকেন্দ্রে ছুটি ঘোষণা করেছে সরকার।এই ছুটি চলবে আগামী ১৫ই এপ্রিল পর্যন্ত ।

এবার যে সব স্কুল গুলিতে ছুটি রয়েছে সেই সব স্কুলগুলিতে মিড-ডে মিল সম্পর্কে জানতে তথ্য চেয়ে রাজ্যগুলিকে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট।বুধবার স্বতঃপ্রণোদিতভাবে এই নোটিস পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সর্বোচ্চ আদালত। 

যেহেতু স্কুল গুলি এখন বন্ধ রয়েছে ফলে সেখানকার পড়ুয়াদের কীভাবে মিড-ডে মিল খাওয়ানো হবে, তা জানতে চাওয়া হয়েছে রাজ্যগুলির কাছে। সেই জন্য নোটিস পাঠানোর সিদ্ধান্ত নেয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এস এ বোবদেকে নিয়ে গঠিত বেঞ্চ।

নীচে নোটিশটি দেওয়া হল আপনারা পরে নিতে পারবেন।ধন্যবাদ !


ছুটির নোটিশ ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

TO DOWNLOAD ALL NOTICE FROM PRIMARY TO HIGHER SECONDARY CLICK HERE