এবার মাধ্যমিক পরীক্ষায় প্রশ্ন ফাঁস রুখতে কড়া প্রশাসন।সেই মোতাবিক এক নতুন নির্দেশিকা জারি হল। এবার মাধ্যমিক পরীক্ষার কথা মাথায় রেখে বাতিল স্কুল শিক্ষকদের সমস্ত ছুটি ৷ মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনা করতে বিদ্যালয়গুলিকে পরিকাঠামোগত ভাবে তৈরি থাকার নির্দেশ দেওয়া হয়েছে ঐ নির্দিশিকায়।
আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে ৷ আগামী ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে ঐ পরীক্ষা ৷ সকল পরীক্ষার্থীর যাতে নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে, তা নিশ্চিত করতে পরীক্ষা পরিচালনের দায়িত্বপ্রাপ্ত বিদ্যালয়গুলিকে পরিকাঠামো তৈরি রাখার নির্দেশ দিয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলা শিক্ষা আধিকারিক ৷
আরও পড়ুন- শিক্ষকদের বদলির জন্য নামের লিস্ট প্রকাশ হল,দেখতে এখানে ক্লিক করুন
১০ দফার নির্দেশিকায় সাফ জানিয়ে দেওয়া হয়েছে :—
১)পরীক্ষা পরিচালনার দায় বিদ্যালয়গুলিকে নিতে হবে ৷
২)পরীক্ষার দায়িত্ব সম্পর্কে ওয়াকিবহাল থাকতে হবে স্কুলকে ৷
৩)প্রত্যকে বিদ্যালয়ে কক্ষগুলিতে পরীক্ষার জন্য পর্যপ্ত আসন করতে হবে ৷
৪)পর্যাপ্ত আলোর বন্দোবস্ত রাখতে হবে ৷
৫) পরীক্ষা চলাকালীন সময়ে প্রয়োজনে পরীক্ষার্থীদের পানীয় জলের ব্যবস্থা করতে হবে ৷
৬)কোনও পরীক্ষার্থী ও শিক্ষক, শিক্ষাকর্মী মোবাইল ফোন নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না ৷
৭) শিক্ষক ও শিক্ষাকর্মীরা প্রধানশিক্ষকের কাছে তাঁদের ফোন জমা করাবেন ৷
৮)প্রত্যেক পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ড ও রেজিস্ট্রেশন সার্টিফিকেট যথাযথ ভাবে পরীক্ষা করতে ৷
৯)পরীক্ষা চলাকালীন শিক্ষক-শিক্ষাকর্মীদের কোনও ছুটি মঞ্জুর করা হবে না ৷ পরীক্ষাকেন্দ্রে তাঁদের বাধ্যতামূলক ভাবে হাজিরা দিতে হবে ৷
১০) পার্শ্ব শিক্ষক ও চুক্তিভিত্তিক কোনও শিক্ষককে দিয়ে পরীক্ষাকেন্দ্রের পর্যবেক্ষণের দায়িত্ব দেওয়া যাবে না বলেও সাফ জানিয়ে দেওয়া হয়েছে ৷
গত 7.01.2020 তে এই নির্দিশিকা জারি করেছে দক্ষিণ ২৪ পরগনা জেলা শিক্ষা আধিকারিক ৷
TO JOIN OUR FACE BOOK PAGE FOR LATEST DA,PAY COMMISSION AND GOVT NOTICE CLICK BELOW
–: CLICK HERE (এখানে ক্লিক করুন) :–
FOR WBSSC RECRUITMENT AND COURT CASE NEWS CLICK HERE
MORE PAY COMMISSION SALARY CALCULATORS CLICK HERE
MORE PAY COMMISSION NEWS CLICK HERE
LATEST DA NEWS CLICK HERE
PRIMARY SCHOOL TEACHERS SALARY CALCULATORS CLICK HERE