[ TEACHERS RECRUITMENT AND PAY COMMISSION ] নিয়ে কিছু গুরুত্বপূর্ণ মামলা আজ উঠতে চলেছে কোর্টে !

আদালতের নির্দেশে পুজোর ছুটির মধ্যে আপার প্রাইমারির মেধা তালিকা প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন এবং আদালতের নির্দেশ মত সেই মেধাতালিকা কোনও অভিযোগ থাকলে সেই  অভিযোগ  জমা নেওয়ার কাজও করে স্কুল  সার্ভিস কমিশন। প্রায় কম বেশি ১০,০০০ এর মতন অভিযোগ  জমা পরে বলে তখন খবরে প্রকাশিত হয়। যা রীতিমতো চিন্তার কারণ হয়ে দাড়ায় কমিশনের কাছে । যার মধ্যে কমিশন জানায় যে মাত্র ৬০০ এর মতন অভিযোগের সত্যতা আছে !! যা রীতিমতো চিন্তার কারণ হয়ে দাড়ায় কমিশনের কাছে। আজ আপার প্রাইমারি কেসের ফের শুনানি হতে চলেছে। ফলে আজই যে সমস্ত অভিযোগ জমা পড়েছে তাঁদের কি উত্তর দেয় কমিশন সেই দীকেই তাকিয়ে থাকবেন মামলাকারীরা ।

upper primary FROM KOLKATA HIGH COURT

 

তবে আপার প্রাইমারি তে কি সংশোধিত মেধাতালিকা প্রকাশের অনুমতি চাইবে কমিশন এখন সেটাই দেখার ! কারণ এই নিয়োগ  নিয়ে অনেক দিন ধরেই অপেক্ষা করছেন চাকরীপ্রার্থীরা । ফলে আজ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দেক কোর্ট যাতে নিয়োগ দ্রুত হয় সেই আশায় তাকিয়ে আছে হাজার হাজার চাকরীপ্রার্থীরা ।

 

 

আপর দিকে কোর্টের নির্দেশ মত প্রাথমিক পর্ষদ “প্রতিভা মণ্ডলের” ভূল প্রশ্ন মামলা ২৩০০৬/২০১৭ থেকে শিক্ষক নিয়োগ করার বেপারে অনেকটা কাজ এগিয়ে ড়েখেছে,কারণ কোর্টের নির্দেশ মত ১৩০ জন মামলাকারীর ভেড়ীফীকেশআন ও হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে ! কিন্তু শূন্য পদের যে লিস্ট প্রকাশিত হয়েছিলো সেইখানে কিছু সমস্যা থেকে গিয়েছে বলে জানা গিয়েছিলো !! আগের কোর্টের যে নির্দেশ সেখানে ঐ মামলাটি আজ উঠার নির্দেশ থাকলেও মামলাটি আজ কোর্টে উঠবে কি না সেই নিয়ে সংশয় দেখা দিয়েছে। কারণ মামলাটি কোর্টের আজকের লিস্ট এ নেই !! ফলে এখন কোর্টের দিকে তাকিয়ে থাকতে হবে যদি এই মামলাটি উঠে তাহলে কি আপডেট বেড়িয়ে আসে সেটা দেখতে।

123 FROM KOLKATA HIGH COURT 

 

অপর দিকে আজ টিজিটি স্কেল নিয়ে যে মামলা ,সেই মামলার শুনানি হতে চলেছে আজ কোর্টে বলে জানা গিয়েছে ! কিন্তু এখন শিক্ষকের যে রোপা সেটা এখনও প্রকাশ পাইনি ! ফলে এই মামলাটির জন্য কি দলিল পেশ হয় সেটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে শিক্ষকদের কাছে। কারণ ঠিক রোপা ফর টিচার্স প্রকাশ হওয়ার আগে এই কোর্ট অবমাননা মামলাটি  উঠছে । এর প্রভাব পে কমিশনের উপর পরবে কি না বা শিক্ষকদের টিজিটি ৪৬০০ যে গ্রেড পে দাবি সেটা পে কমিশনে থাকবে কি না সেই হয়তোবা আজ কিছু গুরুত্বপূর্ণ আপডেট বেড়িয়ে আসতে পারে ।

 

FOR TEACHERS 6TH PAY COMMISSION SALARY CALCULATORS CLICK HERE

FOR TEACHERS RECRUITMENT NEWS IN PRIMARY CLICK HERE

FOR TEACHERS RECRUITMENT NEWS IN UPPER PRIMARY CLICK HERE