কোর্টের আদেশে আবার আপার প্রাইমারির ভেরিফিকেসন শুরু হচ্ছে ৩০ ও ৩১ জুলাই

court_case
court_case

 অনিয়মের অভিযোগ তুলে যে মামলা হয়েছিল কোলকাতা হাইকোর্টে আপার প্রাইমারি নিয়ে ,সেখানে কোর্ট নির্দেশ দিয়েছিল যে যোগ্য প্রাথিদের ভেরিফিকেসন করতে হবে। সেই নির্দেশ মত আজ কমিশন নিজেদের ওয়েবসাইট মামলাকারীদের জন্য ভেরিফিকেসন দিনক্ষণ প্রকাশ করেছে। নীচে দেখে নিন সেই কপি।

Annotation 2019 07 11 162456

আপার প্রাইমারির সাপ্লিমেন্টেড ইন্টারভিউ তালিকা কবে প্রকাশ হবে ?

 

কোর্ট আগে জানিয়ে দিয়েছিল যে এই কেস এর নিষ্পত্তি না হওয়া অব্দি কমিশন কোন রকম আপার প্রাইমারিতে শিক্ষক নিয়োগ করতে পারবে না এবং ইন্টার্ভিউ এর কোনও মেধা তালিকা ও প্রকাশ করতে পারবে না।

এই কেস এর পরবর্তী শুনানি আছে ১২ই জুলাই ২০১৯।সেই দিন এই কেসের পরবর্তী আপডেট খবর পাওয়া যাবে।