উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগে জট কিছুতেই কাটছে না।একদিকে ২রা জুলাই থেকে চলছে ইন্টারভিউ। তার মাঝে কোলকাতা হাইকোর্টের stay order আছে ইন্টারভিউ এর রেজাল্ট পাবলিশ না করা নিয়ে।
এই দিকে আবার আপার প্রাইমারির ইন্টারভিউ লিস্ট অসম্পূর্ণ নিয়ে স্কুল সার্ভিস কমিশনের এক হাত নিল কলকাতা হাইকোর্ট । সব রকম অস্বচ্ছতা কে দূরে সরিয়ে একবার ফের এসএসসিকে স্বচ্ছতা প্রমাণে শেষ সুযোগ দিল কলকাতা হাইকোর্ট৷
আগামী ১০ জুলাই এর মধ্যে উচ্চ প্রাথমিকের ইন্টার্ভিউয়ে ডাকা প্রায় ২৪৫৬৪ জনের নম্বর সহ নামের তালিকা প্রকাশের নির্দেশ কলকাতা হাইকোর্টে৷
SSC-র আইনজীবী হাইকোর্টে প্রয়োজনীয় নথিপত্র পেশ করেন । কিন্তু, তাতে দেখা যায় সেই লিস্টে সমস্ত তথ্য নেই । লিস্টে প্রার্থীদের নম্বর দেওয়া হয়নি । তাই পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে SSC কে নির্দেশ দেওয়া হয়েছে যে , উচ্চ প্রাথমিকে ইন্টার্ভিউয়ে ডাক পাওয়া সমস্ত প্রার্থীর টেট নম্বর ও অ্যাকাডেমিক স্কোর সহ তালিকা কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে৷ কারা কত নম্বরের ভিত্তিতে ডাক পেয়েছেন, তাও পরিস্কার হয়ে যাবে৷ এবং এই প্রক্রিয়া ১০ই জুলাই এর মধ্যে সম্পূর্ণ করতে হবে কমিশনের ওয়েবসাইটে । ১২ জুলাই এই মামলার পরবর্তী শুনানি ।

![[PDF] WBSSC Upper Primary School List In West Bengal- List Of Schools Upper Primary Level WBSSC_Upper_Primary_School_List_In_West_Bengal](https://www.wbedu.in/wp-content/uploads/2023/11/WBSSC_Upper_Primary_School_List_In_West_Bengal-218x150.jpg)
![[Merit list]WB Upper Primary merit List,wbssc upper primary merit list,upper primary merit list 2023 WB_Upper_Primary_merit_List](https://www.wbedu.in/wp-content/uploads/2023/08/WB_Upper_Primary_merit_List-218x150.jpg)



