WB HS Exam 2022-অনিয়মের আশঙ্কা!উচ্চ মাধ্যমিক পরীক্ষা হোম সেন্টারে,সভাপতি জানিয়েছেন!

9
60

WB HS Exam 2022-অনিয়মের আশঙ্কা প্রকাশ! উচ্চ মাধ্যমিক পরীক্ষা হোম সেন্টারে,সভাপতি জানিয়েছেন কিভাবে এই সমস্যা থেকে পরিত্রাণ মিলবে ! পরীক্ষা শুরু হচ্ছে ২রা এপ্রিল ,চলবে ২০ ই এপ্রিল পর্যন্ত।

WB HS Exam 2022

2022 সালের উচ্চ মাধ্যমিক { WB HS Exam 2022} পরীক্ষা এবার হোম সেন্টারে হবে এবং তা অফলাইনে হবে বলে জানা গিয়েছে ।এই উচ্চ মাধ্যমিক পরীক্ষা যেহেতু হোম সেন্টারে হচ্ছে তাই এই নিয়ে কিছু আশঙ্কা প্রকাশ করা হয়েছে বিভিন্ন মহলে। তবে কিছু ইতিবাচক এবং কিছু নেতিবাচক আশঙ্কা তৈরি হয়েছে ।

WB_HS_Exam_2022
WB_HS_Exam_2022

Big News- সামান্য হলেও বদল হতে পারে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা সূচি। আজ, বুধবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে একথা জানানো হয়েছে- বিস্তারিত {সম্পূর্ণ খবর}আপডেট এখানে ক্লিক করে দেখে নিন।

এবছরে হোম সেন্টার অর্থাৎ নিজের স্কুলে পরীক্ষা দিতে পারবেন উচ্চ মাধ্যমিক {WB HS Exam 2022} পরীক্ষার্থীরা। প্রায় দু’বছর ধরে চলা কোভিড পরিস্থিতি কাটিয়ে এবার পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে চলেছে। হোম সেন্টারে পরীক্ষা নেওয়া নিয়ে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সিদ্ধান্ত-এর যেমন একাধিক ইতিবাচক দিক রয়েছে তেমনি কিছু নেতিবাচক প্রভাবের আশঙ্কা সামনে আসছে।

যেখানে বলা হচ্ছে নিজের স্কুলের ছাত্র-ছাত্রীদেরকে উচ্চ মাধ্যমিকে ভালো ফলাফল সুনিশ্চিত করতে শিক্ষকদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া সম্ভাবনা রয়েছে! এটিই একমাত্র নেতিবাচক দিক হিসেবে উঠে আসছে । বিভিন্ন সংগঠনের দাবি করা হয়েছে যেহেতু ছাত্র-ছাত্রীরা নিজেদের স্কুলে একটু বেশি নাম্বার পাইয়ে দেওয়ার প্রবণতা থাকে! তাই শিক্ষকরা সেই বিষয়ে সহযোগিতা করতে পারেন বলে আশঙ্কা করা হয়েছে!

West_Bengal_Madhyamik_and_Higher_Secondary_exam_date
West_Bengal_Madhyamik_and_Higher_Secondary_exam_date

“{WB MP-HS Exam 2022} মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা অফলাইনে, ইন্টারনেট বন্ধ! হোম সেন্টার!”- Click Here

যেহেতু এটা সহজাত প্রবণতা তাই সেই সম্ভাবনা থেকেই যাচ্ছে।কেউ এটা করে থাকবেন বা করবেন ! আর যেসব স্কুলের শিক্ষকরা পরীক্ষার নিয়ম কঠোরভাবে পালন করবেন সেখানকার ছাত্রছাত্রীরা বাড়তি সুযোগ পাওয়া থেকে বঞ্চিত হবে! ফলে সৃষ্টি হবে একটা বৈষম্য !

WBCHSE 2022 EXAM ROUTINE

2022_HS_exam_date_wbchse
2022_HS_exam_date_wbchse

২রা এপ্রিল থেকে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা, চলবে কুড়ি এপ্রিল পর্যন্ত। স্কুলের পরীক্ষার ক্ষেত্রে বিভিন্ন অনিয়মের আশংকা নিয়ে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন “আমরা সমস্যাগুলো সম্পর্কে ওয়াকিবহাল। আমরা পরীক্ষা পরিচালনার দায়িত্বে থাকা সকলকে সজাগ থাকার বার্তা দিয়েছি। আরো কিছু করা যায় কিনা সেটা চিন্তা ভাবনা করে দেখছি ।এখনও তো হাতে সময় রয়েছে ।দেখা যাক।”

বিভিন্ন অভিজ্ঞ মহলের ধারণা এই অনিয়ম ঠেকাতে একটি স্কুলের শিক্ষকদের পার্শ্ববর্তী অন্য স্কুলের পরিদর্শক হিসেবে পাঠানো যেতে পারে ।তবে সেখানে রয়েছে বিভিন্ন সমস্যা ।জানা গিয়েছে রাজ্যে উচ্চ মাধ্যমিক স্তরে প্রায় ছয় হাজারটি স্কুল রয়েছে।

দ্বাদশ শ্রেণীর পরীক্ষা হবে প্রায় প্রত্যেকটি স্কুলেই। উচ্চমাধ্যমিক পরীক্ষা কেন্দ্র হিসেবে নির্বাচিত হয়েছে প্রায় প্রত্যেকটি স্কুল। এমতাবস্থায় স্কুলের শিক্ষক শিক্ষিকাদের অদল বদল করা সম্ভবনা খুব কঠিন। কিন্তু এই অদল বদল নিয়ে সমস্ত রকম সম্ভাবনা খতিয়ে দেখছে উর্দ্ধতন কর্তৃপক্ষ।

স্কুলের শিক্ষকেরা পরিদর্শক হবেন নাকি বাইরে স্কুলের শিক্ষকরা আসবেন, সে সম্পর্কে এখনো কিছু বলা যায়নি ।তবে স্কুলের শিক্ষকদের অপরিচিত স্কুলে পরিদর্শক হিসেবে পাঠালে অসুবিধা হবে বলে মনে করা হচ্ছে ।

wbchse reduced syllabus 2022 pdf,wbchse 2022 syllabus,WB HS syllabus-Click Here to read or Download

রাজ্যের জেলাগুলিতে গিয়ে পরীক্ষার দায়িত্বে থাকা আধিকারিক ও প্রধান শিক্ষকদের সঙ্গে বৈঠক হয়েছে ইতিমধ্যে উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়ে। ছাত্র-ছাত্রীদের কি কি বিষয়ে অসুবিধা হচ্ছে বা হতে পারে সেই সম্পর্কের খতিয়ে দেখতে বলা হয়েছে উর্দ্ধতন কর্তৃপক্ষকে। একই সঙ্গে নিজের স্কুলের ছাত্র-ছাত্রীদের অতিরিক্ত সুবিধা পাইয়ে দেওয়ার মতো অনিয়ম নিয়ে সকলকে সজাগ থাকার বার্তা দিয়েছেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহাশয়।
আপাদের কি মতামত এই উচ্চ মাধ্যমিক পরীক্ষা {WB HS Exam 2022} 2022 নিয়ে ,নীচে কমেন্ট বক্সে লিখুন।

9 COMMENTS

  1. পরীক্ষা অনলাইনে করা হোক যেখানে টাইপিং করে করে প্রশ্নের উত্তর দিতে হবে

  2. আর বেশি কিছু চাইনা আমরা, প্লীজ মাধ্যমিক পরীক্ষাটা একটু পিছিয়ে দেওয়া হোক । 🥺🥺প্লীজ আমাদের এই অনুরোধটা যাতে রাখা হয় 👏👏। স্কুলে তো ক্লাস হয়নি একবার স্কুল বন্ধ আর একবার স্কুল খুলছে এই করে কি আর সিলেবাস শেষ হয় !!! প্রথমে অ্যাকটিভিটি টাস্ক লেখালো তারপর প্রজেক্ট লেখালো তারপর হঠাৎ করে টেস্ট পরীক্ষার ঘোষণা করলো (যেখানে আমরা ভালোভাবে পড়ার সুযোগই পেলাম না) এবং সেটা হলোও টেস্ট পরীক্ষাটা যেই হয়ে গেলো আর তখনই আবার স্কুল বন্ধ হয়ে গেলো আর তারপর যখন আবার পরীক্ষার বিষয় উঠে এলো তখন দিব্যি স্কুলটা আবার খুলে গেলো । ক্লাস করানোর বেলায় স্কুল বন্ধ আর পরীক্ষার বেলায় দিব্যি স্কুল খুলে যাচ্ছে। বাহ্ কি বিচার!! পরীক্ষা যখন নেবেই তখন আমাদের কেনো ফালতু ফালতু অ্যাকটিভিটি টাস্ক লিখে জমা দিতে হলো?????????????????????????????উত্তর চাই আমাদের উত্তর দিতেই হবে দিতেই হবে😡😡😡😡😡

    • হোম সেন্টারে বহিরাগত পরিদর্শক শিক্ষক এলে ছাত্র ও তার পরিবারের সদস্যদের উপদ্রব দেখা দেওয়ার সম্ভাবনা থাকবে বেশি।

  3. হোম সেন্টারে পরীক্ষা হলে স্কুলগুলির উপর স্থানীয় মহলে এবং অভিভাবক মহলে প্রবল চাপ থাকবে। চরম বিশৃঙ্খলা দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে। মাধ্যমিক যখন সেন্টারে হতে পারলো উচ্চ মাধ্যমিক কেন নয়!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here