This Post Contents
Wb Madhyamik Exam 2022– নির্ধারিত সূচি মেনে হতে চলেছে এ বছরের মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা ।এই পরীক্ষার সময় ইন্টারনেট পরিষেবা বন্ধ করার নিয়ে প্রস্তাব দেয়া হয়েছে দুই বোর্ডকে। সেই নিয়ে আরও বিস্তারিত খবর আপডেট দেখতে এখানে ক্লিক করুন ।
অপরদিকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা যেহেতু হোম সেন্টারে হচ্ছে ,তাই মাধ্যমিক পরীক্ষাও হোম সেন্টারে করা হোক এই দাবি তোলা হয়েছিল পরীক্ষার্থীদের এবং অভিভাবকদের পক্ষ থেকে ।
Wb Madhyamik Exam 2022
তবে আজকে যে আপডেট তথ্য এবং খবরাখবর সামনে আসছে সেটা একটা স্বস্তির খবর পরীক্ষার্থীদের কাছে সেটা বলা যেতে পারে।
মূলত মাধ্যমিক পরীক্ষা উচ্চ মাধ্যমিক পরীক্ষার মতন হোম সেন্টারে করা হোক । এই দাবি করেছিল পরীক্ষার্থীরা এবং অভিভাবকরা। কিন্তু সেই দাবিকে নস্যাৎ করে দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ(WBBSE) ।কিন্তু এর মাঝে একটা বিরাট স্বস্তির খবর সামনে আসছে ।সেই খবরটা হচ্ছে যদিও হোম সেন্টারে পরীক্ষার দাবি নাকচ করা হয়েছে, কিন্তু 2022 সালের মাধ্যমিক পরীক্ষা নিয়েএকটি গুরুত্বপূর্ণ খবর সামনে এসেছে।
বিভিন্ন আধিকারিকরা এবং বিভিন্ন প্রতিনিধিদের সঙ্গে মিটিং করছে বোর্ডের কর্তারা। সেই মিটিং এ একটি কথা উঠে আসছে এবং আমরা জানতে পেরেছি যে,এ বছর অর্থাৎ 2022 সালে যে মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে নির্দিষ্ট সূচি মেনে। এই পরীক্ষায় যাতে ছাত্রছাত্রীরা খুব দূরে সেন্টার না পড়ে সেজন্য বলা হয়েছে এবং এই আপডেট থেকে বোঝা যাচ্ছে যে , সমস্ত পরীক্ষার্থীরা এবার মাধ্যমিক পরীক্ষা দেবেন তাদের বাড়ির কাছাকাছি পরীক্ষা সেন্টারে ।
জানা গিয়েছে বাড়ির কাছাকাছি যে সমস্ত স্কুল রয়েছে, সেই খানে তাদের সেন্টার পড়তে চলেছে। এই খবরটা সামনে আসতেই ছাত্র-ছাত্রী এবং অভিভাবকরা খুব খুশি।
বিভিন্ন অভিভাবকদের সঙ্গে আমরা কথা বলে জেনেছি তারা জানিয়েছেন যে,“ এটা একটা খুবই ভালো পদক্ষেপ। আমরা দাবি জানিয়েছিলাম যে মাধ্যমিক পরীক্ষাটি হোম সেন্টার করা হোক ।তবে যদি বোর্ড এই সিদ্ধান্ত নেয় যে বাড়ির কাছাকাছি যে সমস্ত স্কুল গুলি রয়েছে সেখানে যদি পরীক্ষা নেওয়া হয়।তাহলেও হবে। এটা হলে আমাদের ছেলেমেয়েদের পক্ষে সেটা উপকারে লাগবে।
কিছুদিন ধরেই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা কিকরে সুষ্ঠুভাবে করা যায়। তার জন্য বিভিন্ন আধিকারিক এবং বিভিন্ন কর্মীদের সঙ্গে মিটিং করছেন। বিভিন্ন জেলায় জেলায় ভার্চুয়ালি মিটিং হচ্ছে ।
এই খবরটি আপনাদের কেমন লাগলো সেটা নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।
বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকারা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি এবং উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে বিভিন্ন সময় মিটিং করছেন ।কিভাবে সঠিক সময়ে সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করা যায় সেই নিয়ে ।সেই মিটিং থেকেই এ কথাগুলি উঠে আসছে যেহেতু এবার মাধ্যমিক পরীক্ষা অনেকদিন পর হচ্ছে তাই ছাত্রছাত্রীরা যাতে
খুব বেশি চিন্তিত না হয়ে পরে তার জন্য এই ব্যবস্থা ।
যদিও এই নিয়ে কোনও অফিশিয়াল আপডেট বা নোটিশ এখনো সামনে আসেনি ।সে সমস্ত অফিশিয়াল নোটিশ বার হলে বা সামনে এলে সেটা এখানে পোস্ট করে দেওয়া হবে। ক্লিক করুন এখানে।
এদিকে জানা গিয়েছে মাধ্যমিক পরীক্ষার্থীদের সুরক্ষা কথা ভেবে এবারের মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রের সংখ্যা অনেক বাড়ানো হয়েছে। এর সঙ্গে সঙ্গে প্রতিটি পরীক্ষা কেন্দ্রেই পুলিশ মোতায়েন করা থাকবে।
ইতিমধ্যে মাধ্যমিকের এডমিট কার্ড দেওয়া হয়ে গিয়েছে। আগামী 7ই মার্চ থেকে শুরু হচ্ছে 2022 সালের মাধ্যমিক পরীক্ষা।
আমরা বেশ কিছু পরীক্ষার্থীর সঙ্গে কথা বলে জানতে পেরেছি তাদের প্রস্তুতি এখন চরমে। বাড়ির কাছাকাছি স্কুলে পরীক্ষা হলে তাঁদের অনক্ষেত্রে উপকার হবে।তাই বাড়ির কাছাকাছি সেন্টার হওয়ার খবর শুনে তারা খুব খুশি! আপনাদের কি প্রতিক্রিয়া সেটা কমেন্ট বক্সে লিখুন।
মাধ্যমিক পরীক্ষা 2022 সালের মাধ্যমিক পরীক্ষা হয়েছে এই বছর আমাদের ঠিক মতো পড়াশোনা একদম হয়নি তার মধ্যে য়ো মাধ্যমিক পরীক্ষা দীর্ঘ দুই বছর স্কুল বন্ধ থাকার কারণে আমরা ঠিকমত পরীক্ষা দিতে পারিনি তাই এবছর সকল আমাদের কে পাশ করিয়ে দেওয়া হোক স্যার আমাদের টা একটু ভাবো স্যার আমরা তো স্টুডেন্ট আমাদের কে যদি পাশ না করতে পারি তাহলে আমা দের জীবনের প্রথম বড়ো পরীক্ষা তে যদি পাশ না করতে পারি তাহলে আমাদের পড়াশোনা করিতে আর পাড় বোনা কারণ 2021 সালের মাধ্যমিক পরীক্ষা তো হয়নি কারণ ওদের ও পড়াশোনা হয়নি আমাদের ও পড়াশোনা করতে পারি তাহলে ও দের টা বুঝতে পারেন আমাদেরটা বুঝতে পারেন না স্যার আর কিছু বলবো না আমাদের কে এই বছর পাশ করিয়ে দেয় এটাই আসা রাখছি স্যার সবাইকে পাশ করিয়ে দেওয়া হোক