WB MP HS 2023 RESULT: ২০২৩ সালের মাধ্যমিকের এবং উচ্চ মাধ্যমিকের-এর রেজাল্ট! very big news

0
41

WB MP HS 2023 RESULT: পশ্চিমবঙ্গের ২০২৩ সালের মাধ্যমিকের এবং উচ্চ মাধ্যমিকের-এর রেজাল্ট নিয়ে একটি খুবই গুরুত্বপূর্ণ খবর সামনে এসেছে! জানা গেছে জুনের প্রথম সপ্তাহ নয়, মে’র শেষ সপ্তাহে প্রকাশিত হতে পারে উচ্চ মাধ্যমিকের ফল। মঙ্গলবার দিন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে এই তেমনই তথ্য জানা গিয়েছে। পরীক্ষা শেষের সাংবাদিক বৈঠকের দিনই সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছিলেন জুনের (WB MP HS 2023 RESULT) প্রথম দিকে বা আরও আগে ফল প্রকাশিত হতে পারে। এবার জানা যাচ্ছে, জুনের আগেই প্রকাশিত হতে চলেছে উচ্চ মাধ্যমিকের-এর রেজাল্ট ।

WB MP HS 2023 RESULT

আরও পড়ুন- WB School holiday updates 2023:মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্কুলে ছুটি ঘোষণা করলেন!গরমের ছুটি শুরু!


প্রসঙ্গত, ১০ জুনের মধ্যে ফল প্রকাশের ব্যাপারে সুপ্রিম কোর্টের পুরনো নির্দেশই রয়েছে। তবে, এবার দেড় লক্ষ বাড়তি পরীক্ষার্থী থাকা সত্ত্বেও সংসদ আগেভাবে ফল প্রকাশ করে দিত পারে, তাহলে সেটা কৃতিত্বের ব্যাপার বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

WB MP & HS 2023 RESULT
WB MP & HS 2023 RESULT


এদিকে, মাধ্যমিকের ফল প্রকাশের সম্ভাব্য সময় হচ্ছে মে’র তৃতীয় সপ্তাহে। সেটা অপরিবর্তিত থাকছে বলেই খবর। মধ্যশিক্ষা পর্ষদ দ্রুত ফলপ্রকাশের দিকেই এগোচ্ছে! রেজাল্ট (WB MP HS 2023 RESULT) প্রকাশের জন্য প্রায় সমস্ত প্রস্তুতি সেরে ফেলা হচ্ছে! ২৮ শে এপ্রিল থেকে অনলাইন মার্কস ভেরিফিকেশন শুরু করছে পর্ষদ। আগে প্রধান পরীক্ষকদের বাড়িতে হার্ডকপি পাঠিয়ে তা করতে হতো। এবছর থেকে তা অনলাইনে হওয়ায় সময় অনেকটাই কমে আসবে।

আরও পড়ুন- WB Primary Recruitment 2023: সিবিআই রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে চিঠি,প্রায় ৫০-৬০ হাজার কর্মরত শিক্ষকের নথি তলব!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here