This Post Contents
WB Primary 738 teachers recruitment:– রাজ্যে 16500 প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার মধ্যে 738 টি শুন্য পদ রাখা হয়েছিল ভুল প্রশ্ন মামলাকারীদের জন্য এবং সেই নোটিফিকেশন প্রাথমিক পর্ষদ জারি করেছিল 15ই ফেব্রুয়ারি 2021 সালে । আজকে সেই 738 টি শূন্য পদে নিয়োগ নিয়ে একটি গুরুত্বপূর্ণ খবর আপডেট বেরিয়ে আসছে।
জানা যাচ্ছে যে ,ঐ শূন্য {WB Primary 738 teachers recruitment} পদে শিক্ষক নিয়োগ করার জন্য প্রাথমিক পর্ষদ ইতিমধ্যেই কাজ শুরু করেছে ।এর জন্য প্রাথমিক পর্ষদ একটি নোটিশ জারি করেছে কিছুদিন আগেই ,ফের একবার প্রাথমিক পর্ষদ একটা নতুন নোটিফিকেশন জারি করেছে 25শে জানুয়ারি।সেই নিয়ে বিস্তারিত আপডেট আজকের এই প্রতিবেদনে তুলে ধরা হচ্ছে।
WB Primary 738 teachers recruitment
মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে ,রাজ্যের 16500 প্রাথমিক শিক্ষক নিয়োগ করা হবে এবং এই নিয়োগ প্রক্রিয়া হবে 2014 টেট পাস ট্রেন্ড ক্যান্ডিডেটদেরকে নিয়ে। এরপর প্রাথমিক পর্ষদ ঐ 16500 শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার মধ্য থেকে 738 শূন্যপদ রাখে ভুল প্রশ্ন মামলাকারীদের জন্য ।মূলত এই ভুল প্রশ্ন কেসের আপডেট আসে 2018 সালের 3রা অক্টোবর ,প্রতিভা মন্ডল এর কেস থেকে।
যেখানে কোর্ট অর্ডার দিয়ে জানায় যে, 6 টি প্রশ্ন ভুল ছিল 2014 প্রাথমিক টেট এর। মামলাকারীর মধ্যে যে ঐ প্রশ্ন গুলো এটেন্ড করবে তাকে নম্বর দেওয়া হবে ।এরপর এই মামলা কে কেন্দ্র করে একাধিক মামলা হয় কলকাতা হাইকোর্টে। প্রায় প্রত্যেকবারই হাইকোর্ট একই রকম অবজারভেশন দেয় । যে ঐ ছয় নম্বর দিতে হবে মামলাকারীদেরকে ,খাতা দেখে।
সেই পরিপ্রেক্ষিতে প্রাথমিক পর্ষদ গত ডিসেম্বর মাসের কুড়ি তারিখে 2021 সালে একটি নোটিশ জারি করে ঐ 738 টি শূন্যপদে প্রাথমিক শিক্ষক নিয়োগ করার জন্য ভুল প্রশ্ন মামলাকারীদের থেকে।
20/012/2021 তারিখে যে নোটিশটি আপলোড করা হয় প্রাথমিক পর্ষদের অফিশিয়াল ওয়েবসাইটে সেখানে বলা হয় যে ওই ভুল প্রশ্ন মামলাকারীদের{যে লিস্ট জারি করা হয়েছে},তাদের কাউন্সিলিং এবং ইন্টারভিউ হবে 22 তারিখ থেকে 28 তারিখ অব্দি।
এই 20 তারিখে জারি করা লিস্ট নিয়ে অনেক ভুল প্রশ্ন মামলাকারী আপত্তি জানায়। তাঁদের অভিযোগ, যারা গত 8ই জানুয়ারি 2021 এর মধ্যে কোর্টের নির্দেশে অফলাইনে পর্ষদে গিয়ে ডকুমেন্ট জমা করে এসেছিলেন তাদের নাম নেয় ঐ 738 টি শূন্য পদের জন্য জারি করা লিস্টে।
WB Primary 738 teachers recruitment
নিজেদের নাম দেখতে না পেয়ে তারা আবার ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন ।এই সমস্ত মামলার পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট একটি গ্রিভেন্স পোর্টাল খোলার জন্য প্রাথমিক পর্ষদকে নির্দেশ দেন এবং সেখানে যে সমস্ত মামলাকারীরা (আবেদনকারীরা) নিজেদেরকে বঞ্চিত বলে মনে করছিলেন তারা গ্রিভেন্স জমা করতে শুরু করেন।
এই গ্রিভেন্স পোর্টাল খোলা হয়েছিল 31 শে ডিসেম্বর 2021 সালে । পর্ষদ অনলাইনে এবং অফলাইনে গ্রিভেন্স জমা নেওয়ার কাজ শুরু করে। 31/12/2021 থেকে 7/01/2022 পর্যন্ত অনলাইনে এবং 3/1/2022 থেকে 5/1/2022 পর্যন্ত অফলাইনে এই গ্রিভেন্স জমা নেওয়ায় কাজ শুরু করেছিল পর্ষদ। যার লাস্ট ডেট ছিল 7/01/2022 যা ইতিমধ্যে পার হয়ে গিয়েছে।
অফলাইনে এবং অফলাইনে গ্রিভেন্স জমা করা পর পর্ষদ সেই গ্রিভেন্স নিয়ে স্ক্রুটিনি করতে গিয়ে দেখে যে ,যে সমস্ত ক্যান্ডিডেট গ্রিভেন্স জমা করছে তাদের অনেকের দুটি ডকুমেন্টে প্রপার ভাবে দেওয়া হয় নি। তাই পর্ষদ ফের একটা নোটিশ জারি করে 25 জানুয়ারি 2022 সালের এবং সেখানে বলা হয়েছে যে সমস্ত ডকুমেন্টগুলি চাওয়া হয়েছিল সেই সমস্ত ডকুমেন্টগুলো কিছু মামলকারী আপলোড করে নি বা দেয়নি ।
তাই ঐ সমস্ত চাকরিপ্রার্থীদেরকে( সেই নোটিশে সমস্ত চাকরিপ্রার্থীর নামের উল্লেখ করে দেওয়া হয়েছে) আজ থেকে (27/01/2022) শুরু করে 3/02/2022 এর মধ্যে ,তাদের যে সমস্ত ডকুমেন্ট গুলো আপলোড হয়নি বা সাবমিশন হয়নি তাঁদের ফের ঐ দুটি ডকুমেন্টকে পর্ষদ অফিসে গিয়ে,অফিস সময়ে সেগুলিকে জমা করতে নির্দেশ দেয়।
কবে আসবে 738 এর লিস্ট??{When will published wb primary 738 recruitment list?}
যেহেতু পর্ষদ স্ক্রুটিনির পর ঐ সমস্ত মামলাকারীদের ডকুমেন্টস আপলোড হয়নি বা সাবমিশন হয়নি বলে জানিয়েছে। এর থেকে বোঝা যাচ্ছে যে পর্ষদ 738 টি শূন্য পদের {WB Primary 738 teachers recruitment} জন্য শিক্ষক নিয়োগ প্রক্রিয়া কাজ ইতিমধ্যে শুরু করে দিয়েছে ।ফেব্রুয়ারি মাসের 3 তারিখ অব্দি ঐ সমস্ত মামলাকারীর ডকুমেন্ট জমা করতে নির্দেশ দেওয়া হয়েছে অফলাইনে পর্ষদ অফিসে গিয়ে। তাই এটা মনে করা হচ্ছে যে 738 টি শূন্য পদের জন্য প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া পর্ষদ ফেব্রুয়ারি মাসেই শুরু করবে!
যে সমস্ত খবর বেরিয়ে আসছে সেখান দেখা যাচ্ছে যে ,দীর্ঘ অপেক্ষার পর অবশেষে এই 2014 টেট পাস ট্রেন্ড ক্যান্ডিডেটদের নিয়োগ প্রক্রিয়া এই ফেব্রুয়ারি মাসেই সমাপ্তি লাভ করতে পারে !!
এর পর আরও জানা যাচ্ছে ,এরপর প্রাথমিক পর্ষদ 2017 টেটের রেজাল্ট 10ই জানুয়ারি 2022 সালে প্রকাশিত হয়েছে। সেই শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করবে । এই নিয়ে বিস্তারিত খবর আপডেট দেখতে এখানে ক্লিক করুন ।
বিভিন্ন ডকুমেন্ট ,নোটিশ আপডেট দেখতে(WB Primary 738 teachers recruitment)
FAQs
738 টি শূন্য পদে কবে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হবে?
যেহেতু এক প্রস্থ ইন্টারভিউ এবং ভেরিফিকেশন পর্ষদ আগেই সম্পন্ন করে ফেলেছে এবং গ্রিভেন্স এর কাজ শুরু করে দিয়েছে তাই মনে করা হচ্ছে এই ফেব্রুয়ারি মাসেই শুরু হয়ে যাবে নিয়োগ প্রক্রিয়া।
প্রাথমিকের ভুল প্রশ্ন মামলাকারীদের জন্য কতগুলি শূন্য পদ রয়েছে?
15/02/2021 সালের নোটিশ অনুসারে ,ভুল প্রশ্ন মামলাকারীদের জন্য 738টি শূন্য পদ রাখা হয়েছে।
738 টি থেকে কি ঐ শূন্য পদ বাড়তে পারে?
অবশ্যয় বাড়তে পারে! তবে সেটা সম্পূর্ণ ভাবে পর্ষদ ঠিক করবে।
মোটামুটি ভাবে ফেব্রুয়ারি মাসের কখন শুরু হতে পারে নিয়োগ প্রক্রিয়া?
ফেব্রুয়ারি মাসের তৃতীয় বা শেষ সপ্তাহে।
গ্রিভেন্স এর লাস্ট ডেট কবে ছিল?
07/01/2022
2017 টেটের নিয়োগ প্রক্রিয়া কবে শুরু হবে?
এই 738 নিয়োগ প্রক্রিয়া শেষ হলেই।
Shudhu ki mamlakarira grivence a angshagrahan korbe naki annarao
PETITIONERS RA
I want be a teacher