This Post Contents
WB Primary Case 2022- এই মুহূর্তে প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলা নিয়ে নতুন আপডেট তথ্য সামনে এসেছে । আজকে প্রাথমিকের শিক্ষক নিয়োগ মামলা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বেঞ্চে উঠেছিল দুপুর ২টো পরে । সেখানে একাধিক আপডেট তথ্য সামনে এসেছে ।আগামীকাল{WB Primary Case 2022} মঙ্গলবার দুপুর দুটোর সময় এই মামলা ফের শুনানির হবে।
আজকে যে তথ্যগুলি সামনে এসেছে,সেখানে উল্লেখযোগ্য কিছু আপডেট রয়েছে। কারণ কোর্টের নির্দেশ মতো পর্ষদ সভাপতি অপসারণের নির্দেশ দেোয়া হয়েছে । এই মুহূর্তে সব থেকে বড় খবর হচ্ছে যে কোর্ট নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য কে অপসারণ করার জন্য এবং যতদিন না নতুন সেক্রেটারি আসছে,ততদিন আপাতত রন্তা চক্রবর্তী ভাগচী, তিনি প্রেসিডেন্টের দায়িত্ব নেবেন।
WB Primary Case 2022
প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতির পদ থেকে তৃণমূল বিধায়ক ড. মানিক ভট্টাচার্যকে অবিলম্বে সরাতে নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। প্রাথমিকে শিক্ষক-নিয়োগে অনিয়মের অভিযোগ ছিল মানিকের বিরুদ্ধে। সোমবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানান, মানিককে তাঁর পদ থেকে অবিলম্বে সরাতে হবে।
আজকে কলকাতা হাইকোর্টের অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে প্রাথমিকের বেশকিছু গুরুত্বপূর্ণ মামলা উঠেছিল। আজকে প্রাথমিকের সিবিআই নির্দেশে মামলাটি ও উঠেছিল । কোর্ট প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি পদ থেকে মানিক ভট্টাচার্যকে সরাতে নির্দেশ দিয়েছে বলে জানা গেছে । যতদিন না নতুন সভাপতির দায়িত্ব আসছেন আপাতত সচিব রত্না চক্রবর্তী এই সভাপতির দায়িত্ব পালন করবেন বলেও জানা গিয়েছে । আগামীকাল বেলা দুটোর সময় এই প্রাইমারি সিবিআই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে । সেখানে দুপুর দুটোর সময় মানিক ভট্টাচার্যকে আদালতে হাজিরার নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেও খবর এসেছে ।
WB Primary Case 2022-প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি পদ থেকে মানিককে সরিয়ে দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।
গতকালকে হেয়ারিং এর পর যে সমস্ত তথ্য গুলি সামনে এসেছিল তা হল – পর্ষদের কাছ থেকে বেশকিছু নথি তলব করেছিল কলকাতা হাইকোর্ট । পর্ষদের তরফ থেকে ,আজকে সে সমস্ত নথি জমা দেয়ার কথা ছিল কলকাতা হাইকোর্টে । তবে যে সমস্ত নথি জমা পড়েছে পর্ষদের তরফ থেকে ,সেই নিথি নিয়ে আশ্বস্ত নয় কোর্ট বলে জানা গিয়েছে । এক্সপার্ট কমিটি কখন গঠন করা হয়েছিল? এক্সপার্ট কমিটি কে কে ছিল ?তাদের নামের তালিকা? এই সমস্ত বিষয়ে পর্ষদের থেকে জানতে চেয়েছিল আদালত ।
আদালতে কাছে আজকে সেই বিষয়ে তথ্য জমা করেছে পর্ষদ, কিন্তু এক্সপার্ট কমিটির রিপোর্টে যে সাইন রয়েছে সেখানে দেখা যাচ্ছে আদালতে তাতে সন্তুষ্ট নয় । তাই তাঁর ফরেনসিক টেস্ট করানোর জন্য নির্দেশ এসেছে বলে জানা গিয়েছে ! অর্থাৎ এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আপডেট যে , এক্সপার্ট কমিটি অস্তিত্ব নিয়ে প্রশ্ন করেন বিচারপতি এবং পর্ষদ যে রিপোর্ট জমা করেছে এক্সপার্ট কমিটি নিয়ে সেই রিপোর্ট সিফএসএল{CFSL} এর কাছে পাঠালেন অভিজিৎ বাবু। কারণ বিভিন্ন সাইন এবং হ্যান্ডরাইটিং ফরেনসিক পরীক্ষা করার জন্য।
পর্ষদ তরফ থেকে যে ওমআর স্ক্যান কপি জমা করা হয়েছে তাতেও কোর্ট সন্তুষ্ট নয় বলেও জানা গিয়েছে।
WB Primary Case 2022
এদিকে আজকে বিধানসভায় মাননীয়া মুখ্যমন্ত্রী শিক্ষক নিয়োগের তদন্ত নিয়ে নিজের বক্তব্য রেখেছেন। সোমবার বিধানসভায় দাঁড়িয়ে বলেন, তিনি বলেন, ”ওরা পার্থ দার বিরুদ্ধে কেস করছে। কী আনন্দ তাই না! ১৭ হাজার চাকরি যাবে। পার্থ দার বিরুদ্ধে মামলা? ১৭ হাজার চাকরি খাব? যাদের চাকরি যাবে, তারা কি বিজেপি নেতাদের বাড়িতে যাবে? কারও চাকরি খেতে দেব না। আমি মুশকিল আসান। সব সমস্যার সমাধান করে দেব।”
ইতিমধ্যেই আদালত ২৬৯ জন প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল করেছে। সেই লিস্ট দেখতে হলে-269 Primary Teacher List PDF এখানে ক্লিক করুন।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “এক লক্ষ চাকরি দিতে গিয়ে একশোটা ভুল হতেই পারে। তা শুধরে নিতে হবে। এবং সময় দিতে হবে। বেকারদের আমরা চাকরি দেব। তাতে যদি কোনও সমস্যা হয়, তা মিটিয়ে নিতে হবে।” তিনি আরও বলেন, “আর যে দাদামণি চাকরি দিয়েছেন, তাঁর হিসেব কে নেবে? সিবিআই তাঁদের ধরবে না? মেদিনীপুর থেকে মুর্শিদাবাদ হয়ে উত্তর দিনাজপুর। সেই সব জায়গায় দাদামণি চাকরি দিয়েছেন। পুরুলিয়া জেলায় চাকরি দেননি, বঞ্চিত করেছিলেন ওঁদের। আমার বাড়িতে এসেছিলেন, চাকরি দিয়েছিলাম।”
ইতিমধ্যেই পর্ষদ সমস্ত ডিপিএসসি কে নোটিশ জারি করেছে এবং সেই নোটিশে বলা হয়েছে – অবিলম্বে জমা করতে হবে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসাবে নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের সম্পর্কিত মূল রেকর্ড/ফাইল। যারা ২০১৪ টেট যোগ্য প্রার্থী হিসাবে বিবেচিত হয়েছে এবং বর্তমানে চাকরি করছে। কি কি ডকুমেন্ট দিতে হবে এসআই অফিসে তাঁর তালিকা নীচে দেওয়া হল- যদি ডিপিএসসি অনুসারে নোটিশ দেখতে চান তাহলে এখানে ক্লিক করুন।
- Copy of Appointment letter.
- Can of joining Report.
- Copy of TET-2014 Admit Card.
- Copy of TET-1014 Qualify document.
- Copy Of all Academic Admit Card, Mark Sheet & certificate.
- Copy of Primary teachers Training Admit, Mark Sheet & certificate.
- Copy of Caste Certificate if required.
- And all others document related TET 2014 and Primary Jobs{ongoing}.
Apnar kache ki 2020 saler home district transfer list Nadia district annexure 1 part 2 memo no. 1709(22)/BPE/2020 ar main order copy and list a6e.Thakle kindly aktu send korben.