TET উত্তীর্ণরা হয়েও মিলেনি চাকরী ! নিয়োগের দাবীতে ধরনা চাকরিপ্রার্থীদের

0
13

TET উত্তীর্ণরা হয়েও মিলেনি চাকরী ! নিয়োগের দাবীতে ধরনা বসলেন ধরনায় বসলেন উর্দু

ভাষায় TET উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা । চাকরিপ্রার্থীদের দাবি দীর্ঘদিন ধরে TET উত্তীর্ণ হয়ে বসে

আছেন। তাঁদের চাকরী নিয়ে কোনও হেলদোল নেয়। গতকাল প্রায় ৬০ জন উর্দু ভাষায় TET

উত্তীর্ণ চাকরিপ্রার্থী ধরনায় বসেন । ২০১৪ – ২০১৫ ইসলামপুর মহকুমার প্রাথমিকের খুদে

পড়ুয়াদের উর্দু ভাষায় পঠন পাঠনের জন্য টেট পরীক্ষা হয় বলে খবরে প্রকাশিত হয়েছে ।

তাঁরা সেই পরীক্ষায় পাস করেও চাকরী না মেলায় এবার  তাঁরা ধরনায় বসেছেন বলে জানা

গিয়েছে।

তাঁরা দাবি করেছেন যে, যদি তাঁদের দাবি ২৪ ঘণ্টার মধ্যে না মানা হয় তাহলে তাঁরা অনশনে

বসবেন। ফলে এখন চাকরিপ্রার্থীদের  দাবি নিয়ে কি আপডেট বেড়িয়ে আসে সেটাই এখন

দেখার। 

টেট কোর্ট কেস নিয়ে আরও নিউজ পরতে এখানে ক্লীক করুন

প্রাথমিকে শিক্ষক নিয়োগ নিয়ে খবর দেখতে এখানে ক্লীক করুন

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here