নিয়োগের শেষ প্রান্তে এসে ফের একবার কিছু শূন্য পদে শিক্ষক নিয়োগ করার জন্য নোটিশ জারি করল WBSSC(ডব্লিউবিএসএসসি) ।মূলত উচ্চ প্রাথমিক স্তরে কর্মশিক্ষা ও শরীরশিক্ষার শূন্যপদ গুলিতে শিক্ষক নিয়োগ করবে SSC(এসএসসি)।
ইতিমধ্যেই তৃতীয় দফার কাউন্সেলিং শেষ করে শরীর শিক্ষা ও কর্মশিক্ষার শূন্য পদে নিয়োগ করেছিল কমিশন। কিন্তু জানা গিয়েছে বেশ কিছু নন জয়েনিং এবং রিফিউজাল পদে শিক্ষক নিয়োগ করতে ফের একবার চতুর্থ দফার কাউন্সেলিং করতে চলেছে SSC(এসএসসি)। এই রকম পরে থাকা প্রায় ১২০ থেকে ১৫০ টি শূন্যপদ পদে শুরু হবে চতুর্থ দফার কাউন্সেলিং ।
TO JOIN OUR FACE BOOK PAGE FOR LATEST DA,PAY COMMISSION AND GOVT NOTICE CLICK BELOW
–: CLICK HERE (এখানে ক্লিক করুন) :–
কর্মশিক্ষা ও শরীরশিক্ষার এই চতুর্থ দফার কাউন্সেলিং শুরু হচ্ছে আগামী 06.03.2020 তারিখে । আরও বিস্তারিত তথ্য এই কাউন্সেলিং নিয়ে জানতে কমিশনের ওয়েবসাইট www.westbengalssc.com ভিজিট করতে পারেন ।
[নতুন শিক্ষক নিয়োগ বিধি প্রকাশিত হল ,বাংলায় পড়তে এখানে ক্লিক করুন]
SSC(এসএসসি) নবম থেকে দ্বাদশ শ্রেণি এবং আপার প্রাইমারির কর্মশিক্ষা ও শরীরশিক্ষার নিয়োগ প্রক্রিয়া প্রায় সম্পূর্ণ করে ফেলেছে কিন্তু এখনও আপার প্রাইমারির প্রায় ১৪,৪০০ শূন্য পদে শিক্ষক নিয়োগ শুরু করতে পারছে না আইনি জটের কারণে। আগামী কাল এই আপার প্রাইমারির মামলাটি উঠার কথা । দেখা যাক আগামী কাল কিছু ভালো খবর পাওয়া যায় কিনা ? কারণ এই মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আগেই SSC(এসএসসি) কোর্টে আর্জি দিয়ে রেখেছে বলে খবর!

প্রাথমিকে শিক্ষক নিয়োগ এবং কোর্ট কেস নিয়ে আপডেট পেতে এখানে ক্লিক করুন
উচ্চ-প্রাথমিকে শিক্ষক নিয়োগ এবং কোর্ট কেস নিয়ে আপডেট পেতে এখানে ক্লিক করুন



![[Download-PDF]WBSSC Special Educator Notification 2025: Complete Details & Latest Updates,very big news WBSSC Special Educator Notification 2025](https://www.wbedu.in/wp-content/uploads/2025/09/WBSSC-Special-Educator-Notification-2025-218x150.jpg)


