দীর্ঘ মামলা জটে আটকে থাকার পর এবং দীর্ঘ অপেক্ষার পর অবশেষে শিক্ষক-শিক্ষিকাদের জেনারেল ট্রান্সফার চালু করা হচ্ছে। জানা গিয়েছে এর জন্য আগামী ১৪,১৫,১৬ ই মার্চ বেলা ১০টা থেকে কাউনসিলিং করা হবে ।
TO JOIN OUR FACE BOOK PAGE FOR LATEST DA,PAY COMMISSION AND GOVT NOTICE –: CLICK HERE (এখানে ক্লিক করুন) :–
মামলা জটে আটকে থাকার পর দেশের সর্বচ্চ আদালতের রায়ের পর একের পর এক সিদ্ধান্ত নিয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশন। এর মধ্য এটি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।
এক নোটিশ প্রকাশিত করেছে মাদ্রাসা সার্ভিস কমিশন সেখানে তাঁরা পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছে যে, SCIENCE GROUP-PASS (BIOLOGICAL SCIENCE AND PURE SCIENCE) এর শিক্ষকদের জেনারেল ট্রান্সফার এর জন্য আগামী ১৪,১৫,১৬ ই মার্চ বেলা ১০টা থেকে কাউনসিলিং করা হবে ।
এর সঙ্গে এও জানানো হয়েছে যে, যারা আগে জেনারেল ট্রান্সফার এর জন্য আবেদন করেছেন তাঁদের লিস্ট {Subject-wise & Seniority-wise (service length as on date)} লিস্ট কমিশনের ওয়েবসাইটে ১০ ই মার্চ দিয়ে দেওয়া হবে।
[নতুন শিক্ষক নিয়োগ বিধি প্রকাশিত হল ,বাংলায় পড়তে এখানে ক্লিক করুন]
যাঁদের ঐ লিস্টে নাম থাকবে তাঁদেরকে Moulana Abul Kalam Azad Bhavan, DD-45, Sector-I, Salt Lake, Kolkata- 700064 ,উক্ত দিনে উপস্থিত থাকতে হবে কাউনসিলিং এর জন্য ।
প্রাথমিকে শিক্ষক নিয়োগ এবং কোর্ট কেস নিয়ে আপডেট পেতে এখানে ক্লিক করুন
উচ্চ-প্রাথমিকে শিক্ষক নিয়োগ এবং কোর্ট কেস নিয়ে আপডেট পেতে এখানে ক্লিক করুন
আগামী ১৪,১৫,১৬ ই মার্চ বেলা ১০টা থেকে কাউনসিলিং করা হবে । জেনারেল ট্রান্সফার এর কাউনসিলিং করবে মাদ্রাসা সার্ভিস কমিশন । |