দীর্ঘ দিন ধরে চলছে প্রাথমিকের ভুল প্রশ্ন মামার শুনানি। এই সমস্ত মামলা গিয়েছে সুপ্রিম কোর্ট অব্দি ।হয়েছে কোর্ট অবমাননার মামলা।তার পর কোলকাতা হাইকোর্টের নির্দেশ মত শুরু হয়েছে ইন্টারভিউ প্রক্রিয়া। কিন্তু এই সমস্ত মামলা কিছুতেই নিষ্পত্তি লাভ করছে না।
বেশ কিছু দিন আগে যখন সুপ্রিম কোর্টে,প্রাথমিকের ভুল প্রশ্ন মামলার শুনানি হয়েছিল, তখন দেশের সর্বোচ্চ আদালত জানিয়েছিল যে প্রাথমিকের সমস্ত ভুল প্রশ্ন মামলাকে একত্রিত করে কোলকাতার হাইকোর্টের ডিভিশন বেঞ্চ-এ শুনানি করতে!সেই মতন শুনানি চলছে কোলকাতা হাইকোর্টে । এবং আজ এই মামলাটি ফের শুনানির জন্য উঠবে কোলকাতা হাইকোর্টে।
এই মামলাটি হল প্রাথমিকের ভুল প্রশ্ন মামলার সবচেয়ে গুরুত্বপূর্ণ মামলা।ফলে এই মামলার দিকে দিকে তাকিয়ে আছেন হাজার হাজার চাকরিপ্রার্থীরা।
এই মামলা যখন আগেও উঠেছিল তখন,পর্ষদ পরিস্কার ভাবে জানিয়েছিল যে,আগের পেনেল থেকে সমস্ত নিয়োগ সম্পন্ন। ফলে পুরাতন শূন্য পদ থেকে কিভাবে নিয়োগ করা যাবে !
যদিও আজ হয়তোবা প্রাথমিকের ভুল প্রশ্ন মামলা থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসতে পারে বলে মনে করা হচ্ছে !
প্রাথমিকের এবং উচ্চ প্রাথমিকের কোর্ট কেস এবং নিয়োগ সংক্রান্ত আপডেট পেতে এখানে ক্লিক করুন।