এবিপি-নিয়েলসন সমীক্ষা অনুযায়ী রাজ্যে জোর ধাক্কা তৃনমূলের ?

0
28

আজ সপ্তম তথা শেষ দফার ভোট শেষ হল । এবার ধীরে ধীরে জনমত সমীক্ষার পালা৷ বিভিন্ন সংস্থার জনমত সমীক্ষা প্রকাশিত হচ্ছে । কার দখলে থাকবে দিল্লি? চাঞ্চল্যকর সমীক্ষা রিপোর্ট পেশ করল এবিপি নিয়েলসন ।এক এক করে আমারা দেখে নিন Exit Poll সমীক্ষা ।

এবিপি-নিয়েলসন সমীক্ষা অনুযায়ী রাজ্যে জোর ধাক্কা তৃনমূলের, আসন বাড়বে বিজেপির

এবিপি নিয়েলসন বলছে, তৃণমূল ২৪টি, বিজেপি ১৬টি, কংগ্রেস ২টি৷ বামেরা নাকি খাতা খুলতে পারবে না৷ রিপাবলিক টিভি বলছে, বিজেপি পেতে পারে ১৮-২৬টি আসন৷ কংগ্রেস পেতে পারে ৩টি, তৃণমূল ১৩-২১টি আসন

#TimesNowExitPoll | TIMES NOW-VMR 2019 Exit Poll for West Bengal:

Seat Share:
Cong: 02
BJP: 11
AITC: 28
LF: 01
Others: 0

screenshot 20190519 2047138515769559217103972

মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, এই ষড়যন্ত্রের বিরুদ্ধে একজোট হতে হবে । সকল বিরোধী দলকে একজোট হওয়ার জন্য আহ্বানও জানিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here