6th pay commission implementation news. What will be the DA,HRA,MA rate for govt employee !

0
13

আজ 6th pay commission নিয়ে মন্ত্রিসভার বৈঠক । আজ সেই বৈঠক হয়তো বা বেতন বৃদ্ধি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত  নেওয়া হতে পারে। পুজোর আগে এটাই মন্ত্রিসভার শেষ বৈঠক বলে মনে করা হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজ দুপুরে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা আছে। কিন্তু মুখ্যমন্ত্রীবৈঠক এর পর কোনও প্রেস বিবৃতি দেবে কি না সেটাই এখন দেখার। গত ১৩ সেপ্টেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে কমিশনের সুপারিশ অনুযায়ী সরকারি কর্মীদের মূল বেতনের ২.৫৭ গুণ বৃদ্ধি হবে। সঙ্গে তিনি এও জানিয়েছিলেন যে, 6th pay commission ১লা জানুয়ারি ২০২০ থেকে কার্যকরী হবে।

CLICK HERE MORE NEWS ABOUT TGT SCALE ([TGT SCALE] 6th Pay Commission এর আগে কি সমাধান হবে ? কেস ফাইল হল আবার !)

6th pay commission  নিয়ে কিছু বিষয় পরিষ্কার হলেও এখন অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে নিয়ে কি হবে তা এখনও প্রকাশ্যে আসেনি। নিম্নে কিছু গুরুত্বপূর্ণ বিষয় দেওয়া হল —

বিষয় সরকারি বিবৃতি আনুমানিক
NOTIONAL FIXATION না ০১.০১.২০১৬
CASH BENEFIT হ্যাঁ (আংশিক)০১.০১.২০২০
IOR FACTOR২.৫৭
DAনা ২%-৮% 
HRAনা১২ % – ১৮ %
MAনা ৫০০ – ৮০০ টাকা
GRATUITY হ্যাঁ । ৬ লক্ষ টাকা থেকে বেড়ে ১০ লক্ষ টাকা 
PENSION  না  থাকবে( পরে এনপিএস নিয়ে ভাবনা চিন্তা)
RETIREMENT AGE না  NO CHANGE
ARREARS(PAY COMMISSION) না থাকবে। ( সেটা ০১.০১.২০১৮ কিংবা ২০১৯ থেকে হতে পারে !!)
ARREARS(DA) না কোর্টে বিচারাধীন

CLICK HERE TO SEE 6TH PAY COMMISSION SALARY CALCULATORS FOR TEACHERS

এই 6th pay commission  এর সুপারিশের সুফল পাবেন – রাজ্য সরকারি কর্মীরা,  পুরসভা এবং পঞ্চায়েত কর্মীরা , সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা , অশিক্ষক কর্মীরা । ফলে আজ লক্ষ লক্ষ কর্মচারী 6th pay commission এর মন্ত্রিসভার বৈঠকের দিকে তাকিয়ে আছে।

তবে সবচেয়ে বেশি নজর থাকবে বকেয়া DA দেওয়া নিয়ে আজ মন্ত্রিসভার বৈঠকে কি সিধান্ত নেওয়া হয় সেই দিকে। কারণ আদালত তাঁর রায়ে আগেই জানিয়ে দিয়েছে যে,সিপিআই ( AICPI )মেনেই রাজ্য সরকার মহার্ঘভাতা দিতে বাধ্য।

TO SEE 6TH PAY COMMISSION SALARY CALCULATORS WITH ONLY BASIC PAY FOR TEACHERS CLICK HERE

২০১৬ জানুয়ারি থেকে ২০১৯ এর  ডিসেম্বর পর্যন্ত নতুন বেতন কাঠামো অনুযায়ী প্রাপ্য বেতনের বকেয়া কীভাবে এবং কবে থেকে মেটানো হবে, মন্ত্রিসভার আজকের বৈঠকে তার আভাস মিলতে পারে। তবে মনে করা হচ্ছে 6th pay commission এর বকেয়া ০১.০১.২০১৮ কিংবা ২০১৯ থেকে হিসাব হতে পারে , সেক্ষেত্রে যত IR( INTERIM RELIEF) দেওয়ায় হয়েছে সেটা বাদ যাবে।

বাড়িভাড়া ভাতা(HRA),চিকিৎসা ভাতা( MA ) নিয়েও রাজ্যের সরকারি কর্মচারীরা আজ তাকিয়ে থাকবেন ঐ বৈঠকের দিকে। কারণ pay commission ভাতা  হল একটি গুরুত্বপূর্ণ অংশ । 

FOR PRIMARY TEACHERS AND NEW TEACHERS CLICK HERE FOR 6TH PAY COMMISISON AND OTHER SALARY CALCULATORS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here