{BSK}Bangla Sahayata Kendra,BSK Salary,BSK Recruitment 2020 West Bengal,very big news

12
581

West Bengal Govt Announce New Scheme Called “BSK”. Honorable Cm Mamata Banerjee Introduce this new scheme Named “BSK-Bangla Sahayata Kendra”.All Details updates share in this article and video .

BSK-Bangla Sahayata Kendra

মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন “Bangla Sahayata Kendra” স্কিমের। এটা একটি কম্পিউটার সেন্টার হবে যেখানে বাংলার মানুষকে বিনামূল্যে অনালাইন পরিষেবা দেওয়া হবে।

তবে এই কম্পিউটার সেন্টারটি থাকবে কোনও সরকারি অফিসের আন্ডারে। কন্যাশ্রী, ঐক্যশ্রী,কাস্ট সার্টিফিকেট, আবাসিক শংসাপত্র, কর জমা এবং অন্যান্য ফি সহ সরকারী প্রকল্পসমূহ আবেদন করা যাবে এই সমস্ত সেন্টার থেকে এবং সম্পূর্ণ বিনামূল্যে ।

Bangla_Sahayata_Kendra
Bangla_Sahayata_Kendra

BSK Salary

মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন “Bangla Sahayata Kendra” স্কিমের মাধ্যমে যারা ডাটা এন্ট্রি অপারেটরের কাজ করবেন তাঁদের বেতন হবে ১৫,০০০ টাকা করে।

BSK recruitment 2020 west Bengal

এখনও অব্দি যে সমস্ত খবর বেরিয়ে আসছে তাতে দেখা যাচ্ছে যে রাজ্য ২৩টি জেলায় প্রায় ২৭১১ টি অফিস খোলা হবে। এই অফিস গুলো বিভিন্ন ব্লক অফিস (block development offices), বিভিন্ন এস.ডি.ও অফিস(sub-divisional offices) , বিভিন্ন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র(primary health centers),বিভিন্ন লাইব্রেরী (libraries) তে খোলা হবে।

bsk
bsk

এর জন্য অবশ্যয় যুবক-যুবতী লাগবে পরে রাজ্য সরকার নোটিশ জারি করবে কিভাবে এই সমস্ত নিয়োগ হবে। এই বিষয়ে আরও তথ্য জানতে সরকারি ওয়েবসাইট wb.gov.in ভিজিট করুন অথবা এখানে ক্লিক করুন। জানা গিয়েছে প্রত্যেক সেন্টারে দু জন করে ডাটা অপারেটর থাকবে।

এই Bangla Sahayata Kendra নিয়োগ নিয়ে আরও খবর পড়ুন এখানে ক্লিক করে। আমরা এই প্রকল্প নিয়ে আরও তথ্য নিয়ে আসবো যেমন, নিয়োগ প্রক্রিয়া, নোটিশ, কেন্দ্রের লিস্ট । এই সমস্ত আপডেট পেতে আমাদের পেজটি বুকমার্ক করে রেখে দিন। আমাদের ফেস বুক পেজটি ফল করুন বিভিন্ন ভিডিও এবং নোটিশের জন্য। ফল করতে এখানে ক্লিক করুন।

SchemeBangla Sahayata Kendra
State West Bengal
This Scheme offers Provide Help and Support about Govt online Scheme and information free of cost to the people of West Bengal
Recruitment Updates yet to out
Salary 15,000/-
Manpower 2 Data entry operator for each center
Bangla Sahayata Kendra,bsk recruitment 2020 west bengal.

FAQs

বাংলা সহায়তা কেন্দ্রে কর্মী কি ভাবে নিয়োগ হবে ?

এই নিয়ে এখনও সেই রকম কিছু তথ্য আপডেট সামনে আসে নি । কিন্তু এই আর্টিকেল কিছু তথ্য তুলে ধরা হয়েছে ।

বাংলা সহায়তা কেন্দ্রে কতজন করে কর্মী নিয়োগ হবে ?

দু জন করে ।

এই চাকরি কি চুক্তিভিত্তিক ?

হ্যাঁ।

বেতন কত করে হবে ?

১৫,০০০ টাকা করে ।

অনলাইনে কি আবেদন করা যাবে ?

হ্যাঁ।

বাংলা সহায়তা কেন্দ্রের কর্মীরা কি সাধারণ মানুষদের কাছ থেকে পয়সা নিতে পারবে ?

না । এই স্কিম হল বিনামূল্যে পরিষেবা প্রদান করার জন্য।

12 COMMENTS

  1. বেতন এর ইনক্রিমেন্ট হবে নাকি ফিক্স স্যালারি ??

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here