আপনার জেলার অবস্থা কী ? Corona bulletin wb health,Cross 6000 case

1
17

CORONA BULLETIN WB HEALTH :- ৬ হাজার ছাড়াল করোনা আক্রান্তের সংখ্যা । আপনার জেলার অবস্থা কী ?

৬ হাজার ছাড়াল করোনা আক্রান্তের সংখ্যা

করোনা পরিস্থিতি দিনের পর দিন উদ্বেগের বিষয় হয়ে দাঁড়াচ্ছে । এই কঠিন পরিস্থিতিতে করোনা কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না। দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা অক্রান্তের সংখ্যা। যখন থেকে পরিযায়ী শ্রমিকরা রাজ্যে ফিরেছেন তখন থেকে রাজ্যের করোনার সংখ্যা অনেক গুন বেড়ে গিয়েছে। তবে স্বস্তির খবর হল এর মধ্যেও অনেকে আবার সুস্থ হয়ে উঠেছেন। এখনও অব্দি ৬ হাজার ছাড়াল করোনা আক্রান্তের সংখ্যা

৬ হাজার ছাড়াল করোনা আক্রান্তের সংখ্যা
৬ হাজার ছাড়াল করোনা আক্রান্তের সংখ্যা

আপনার জেলার অবস্থা কী ?

আসুন আমরা আজকের জেলা ভিত্তিক করোনা রিপোর্ট দেখে নি। আজ পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা 6000 ছাড়িয়ে গেল। সদ্য প্রকাশিত করোনা বুলেটিন অনুসারে, 2nd June এর রিপোর্টের ভিত্তিতে রাজ্যে মোট করোনার আক্রান্তের সংখ্যা হল 6,168 জন। এর মধ্যে আজ অর্থাৎ 3রা জুন নতুন 340 জন করোনা রুগীর সন্ধান মিলেছে। এর ফলে আজকের টোটাল করোনার আক্রান্তের সংখ্যা দাঁড়াল 6,508 জন। নীচে সম্পূর্ণ তথ্য দেওয়া আছে ।

রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি করোনা আক্রান্তের সংখ্যা হল কলকাতায়। সেখান 2,394 জন টোটাল কেস পাওয়া গিয়েছে।এর পর হাওড়ায় ,সেখানে 1,214 কেস এর পর north 24 Parganas.

CORONA BULLETIN WB HEALTH

CORONA BULLETIN WB HEALTH
CORONA BULLETIN WB HEALTH

ঐ করোনা রিপোর্টি সম্পূর্ণ ডাউনলোড করতে রাজ্য সরকারের ওয়েবসাইট https://www.wbhealth.gov.in/ ভিজিট করুন অথবা এখানে ক্লিক করুন । এই সম্পর্কে আমাদের আরও খবর পড়তে এখানে ক্লিক করুন

২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ১৭০ জন। এই নিয়ে রাজ্যে সুস্থ হয়েছেন ২৫৮০ জন। রাজ্যে সুস্থতার হার ৩৯.৬৪ শতাংশ।

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here