এক দিকে করোনা পরিস্থিতিতে এমনিতেই সাধারণ মানুষের জীবন সংশয়ে তাঁর উপর পেনশন আরও একটি খবর সোশ্যাল মিডিয়া এবং টেলিভিশনে ছড়িয়ে পরে যে, এপ্রিলে কি ২০ শতাংশ কম পেনশন দেবে কেন্দ্র সরকার।
আজ অর্থমন্ত্রক ঐ খবরের সত্যতা নিয়ে একটি গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন।প্রথমে গণেশ নামে এক ব্যক্তি এই খবরের সত্যতা যাচাই করতে বিষয়টি অর্থমন্ত্রকের গোচরে আনেন৷ তাঁর পর অর্থমন্ত্রকের তরফে বিবৃতি দেওয়া হয় টুটিয়ারে। সেখানে পরিষ্কার ভাবে জানিয়ে দেওয়া হয় যে,পেনশনে কাটছাঁট করার কোনও সিদ্ধান্ত নেয়নি সরকার৷ যে খবর ছড়িয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ৷
A tweet posted by the Ministry of Finance read, “It is being reported that a 20% cut in Central Government Pensions is being planned. This news is FALSE. There will be no cut in pension disbursements. It is clarified that salaries and pensions will not be affected by Government Cash Management”
It is being reported that a 20% cut in Central Government Pensions is being planned.This news is FALSE. There will be no cut in pension disbursements. It is clarified that salaries and pensions will not be affected by Government Cash Management instructions.@PIBFactCheck https://t.co/hlZpnbxnJx
— Ministry of Finance 🇮🇳 #StayHome #StaySafe (@FinMinIndia) April 19, 2020
একদিকে দেশে করোনা সংক্রমণের জেরে,দেশজুড়ে চলছে লকডাউন ৷ যার প্রভাব পড়েছে অর্থনীতিতে ৷ আর সেই আশঙ্কা থেকেই এই গুজব ছড়িয়ে পড়ে । যা মানুষের কাছে প্রথমে বিশ্বাস যোগ্য হয়ে উঠে ! কারণ একদিকে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন টেলিভিশন চ্যানেলেও অর্থমন্ত্রকের সার্কুলার দেখিয়ে দাবি করা হয়, এপ্রিল মাসে সরকারি পেনশন কুড়ি শতাংশ কেটে নেওয়া হবে ৷
অপরদিকে পিআইবি থেকেও এই খবরের সত্যতা যাচাই করা হয়। সেখানে এই গুজবটি একদম ভুল এবং অসত্য বলে প্রমাণিত হয়।
It is being reported that a 20% cut in Central Government Pensions is being planned. This news is FALSE & BASELESS. There will be no cut in pension disbursements.
Read : https://t.co/S8QqlSFzt4 https://t.co/tKHbLZaRii
— PIB Fact Check (@PIBFactCheck) April 19, 2020
স্কুলের মিড-ডে মিলে এবার বাড়তি সতর্কতা নিয়ে জারি করল নির্দেশ
July 2020 increments calculators after pay commission click here
১১ মাসে ১১ বার বেতন কাটা হবে সরকারি কর্মচারীদের সঙ্গে ডিএও বন্ধ , ক্লিক করুন এই খবরটি দেখতে