[ শিক্ষাদপ্তরের ছাড়পত্র ] ,এবার মিলবে স্কুলের শিক্ষক/শিক্ষাকর্মীদের বর্ধিত হারে পেনশন

0
41

পে কমিশনের বর্ধিত হারে বেতন পাচ্ছেন রাজ্যে সাহায্য প্রাপ্ত স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা। কিন্তু স্কুলের অবসার প্রাপ্ত শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষিকা কর্মীরা তাদের পে কমিশনের বর্ধিত বেতন এই মাসে পেলেন না। তাঁরা সেই আগের পুরাতন হারেই পেনশন পেয়েছেন বলে জানা গিয়েছে।

 

TO JOIN OUR FACE BOOK PAGE FOR LATEST DA,PAY COMMISSION AND GOVT NOTICE CLICK BELOW

–::: CLICK HERE(এখানে ক্লিক করুন) :::–

 

কে এই বিলম্ব ?? সেই প্রশ্নের উত্তর কেউ দিতে পারেননি। ফলে স্বাভাবিক ভাবেই টেনশনে দিন কাটাচ্ছিলেন পেনশন প্রাপকরা। তাঁরা বুঝে উঠতে পারছিলেন না যে কবে তাঁরা বর্ধিত হারে পেনশন পাবেন।

 

কিন্তু আজ শিক্ষা দপ্তর থেকে একটা নোটিশ প্রকাশ করা হয়েছে ,সেখানে দেখা যাচ্ছে যে বর্ধিত পেনশন নিয়ে যাবতীয় যে প্রস্তবনা এসেছে সেই গুলোকে দু চার দিনের মধ্যে ফাইনাল করে দেওয়া হবে। ফলে বর্ধিত পেনশন খুব তাড়াতাড়ি পাবেন অবসর প্রাপ্ত স্কুলের শিক্ষক/শিক্ষা কর্মী / কর্মচারীরা।

EDUCATION DEPRTMENT NOTICE FOR PAY COMMISSION HIKE PENSION

ফলে বলা যায় তাঁরা কিছুটা হলেও এবার দুশ্চিন্তা থেকে মুক্ত হলেন। ঐ নোটিশে আরও বলা হয়েছে যে,ঐ সমস্ত কর্মচারীরা 01.01.2020 থেকেই এর কার্যকারিতা পাবেন। ফলে বেতন বৃদ্ধির লাভ তাঁরা ঐ 01.01.2020 থেকেই পাবেন।


MORE PAY COMMISSION SALARY CALCULATORS CLICK HERE

MORE PAY COMMISSION NEWS CLICK HERE

LATEST DA NEWS CLICK HERE

PRIMARY SCHOOL TEACHERS SALARY CALCULATORS CLICK HERE

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here