আজ সরকারি চাকরিতে সংরক্ষণ বিষয়ে একটি গুরুত্বপূর্ণ রায় দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। আজ সুপ্রিম কোর্ট জানিয়েছে যে,সরকারি চাকরিতে সংরক্ষণ দাবি করা নাগরিকের মৌলিক অধিকারের মধ্যে পড়ে না৷ আদালত এও জানিয়েছে যে, দেশের কোনও আদালত রাজ্য সরকারকে নির্দেশ দিতে পারে না, সরকারি চাকরিতে SC/ST কোটায় সংরক্ষণ রাখতেই হবে৷ শনিবার এই যুগান্তকারী রায় দিল সুপ্রিম কোর্ট৷
TO JOIN OUR FACE BOOK PAGE FOR LATEST DA,PAY COMMISSION AND GOVT NOTICE CLICK BELOW
–::: CLICK HERE(এখানে ক্লিক করুন) :::–
দেশের সর্বোচ্চ আদালত রায়ে জানিয়েছে যে,চাকরিতে সংরক্ষণ বিষয়টি পুরোপুরি রাজ্যের নিয়ন্ত্রণ এ ,ফলে সরকারি চাকরিতে নিয়োগ বা প্রমোশনের ক্ষেত্রে সংরক্ষণ কার্যকর করবে কিনা, তা সম্পূর্ণ রাজ্যের সিদ্ধান্ত ও বিচার্য বিষয়৷ এই বিষয়ে আদালত ফোর্স করতে পারে না। সংরক্ষণকে আবশ্যিক করার কোনও দায় রাজ্য সরকারের নেই ৷ যদি রাজ্য সরকার মনে করে, সরকারি চাকরিতে সংরক্ষণ রাখবে, যদি মনে করে তাহলে রাখবে না। যদি রাখে তা হলে সরকারি চাকরিতে SC, ST প্রতিনিধির সংখ্যা কম কিনা, তা জানতে ডেটা সংরক্ষণ করতেই পারে রাজ্য সরকার ।
আজ সুপ্রিম কোর্টের বিচারপতি এল নাগেশ্বর ও হেমন্ত গুপ্তার বেঞ্চ বলেন, ‘রাজ্য সরকার সংরক্ষণ দিতে বাধ্য নয়৷ প্রমোশনের জন্য সংরক্ষণের দাবি করা কোনও নাগরিকের মৌলিক অধিকার নয়৷ কোনও আদালতও রাজ্য সরকারকে এমন নির্দেশ দিতে পারে না৷’
ফলে এটা পরিস্কার হল যে ,চাকরিতে সংরক্ষণের এর বিষয়টি পুরোপুরি রাজ্য সরকারের হাতে চলে আসলো। ফলে রাজ্য সরকার চাইলে সংরক্ষণ চালু করতে পারে না চাইলে করতে নাও পারে।
MORE PAY COMMISSION SALARY CALCULATORS CLICK HERE
MORE PAY COMMISSION NEWS CLICK HERE
LATEST DA NEWS CLICK HERE
PRIMARY SCHOOL TEACHERS SALARY CALCULATORS CLICK HERE