PRIMARY TET,UPPER PRIMARY,CLASS 9 AND 10 , CLASS 11 AND 12 FULL NEW EXAM UPDATES

0
331

গত কালকে নতুন পরীক্ষা পদ্ধতি নিয়ে আপডেট আসার পর থেকে অনেকের মনে অনেক প্রশ্ন জাগছে । তাই এই আর্টিকেলে আমরা চেষ্টা করব যাতে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যান ।

প্রথমে আপনাদেরকে জানতে হবে শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটি তিনটি ভাগে বিভক্ত । একটা হল প্রাথমিকে অর্থাৎ প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি অব্দি , দ্বিতীয়টি হল আপার প্রাইমারি অর্থাৎ ষষ্ঠ শ্রেণি থেকে ও অষ্টম  শ্রেণি অব্দি  এবং তৃতীয়টি হল নবম থেকে দ্বাদশ শ্রেণি অব্দি । প্রাথমিক থেকে আপার প্রাইমারি অব্দি শিক্ষক নিয়োগ করতে হলে টেট নীতেই হবে , এনসিটিই নিয়ম অনুসারে । চলুন এবার আমারা দেখেনি  পরীক্ষা বিন্যাস সম্পর্কে ।

PRIMARY TET ঃ–

১.আগের নিয়মের মতনই টেট পরীক্ষা হবে । টেট পরীক্ষার সিলেবাসের কোনও পরিবর্তন হবে না বলে জানা গিয়েছে।

২.  B .ED দেরকে বসতে দেওয়া নিয়ে সিদ্ধান্ত উঠে আসতে পারে ।

৩. NIOS D.EL.ED দেরকে বসতে দেওয়া নিয়ে সিদ্ধান্ত উঠে আসতে পারে ।

৪. ইণ্টারভিউ উঠে যেতে পারে ।

[প্রাথমিকে টেট সিলেবাস দেখতে এখানে ক্লিক করুন ]

 

 

UPPER PRIMARY  TET ঃ–

১.আগের নিয়মের মতনই টেট পরীক্ষা হবে । টেট পরীক্ষার সিলেবাসের  পরিবর্তন হবে বলে জানা গিয়েছে।

২. এর জন্য ১৮০ নাম্বারের টেট হতে পারে ।

[১৮০ নাম্বারের টেট সিলেবাস দেখতে এখানে ক্লিক করুন ]

৩. ইণ্টারভিউ উঠে যেতে পারে ।

 

 

CLASS 9,10 AND 11,12ঃ–

নবম থেকে দ্বাদশ শ্রেণি অব্দি শিক্ষক নিয়োগের পরীক্ষার সবচেয়ে বেশি পরিবর্তন করা হবে বলে জানা গিয়েছে।

১. দুটি পরীক্ষা হতে পারে বলে জানা গিয়েছে ।

২. প্রথমে একটি অবজেক্টিভ টাইপের পরীক্ষা নেওয়া হবে । সেটি ১০০ নাম্বারের হতে পারে । ওএমআর সিটে এই পরীক্ষা নেওয়া হতে পারে ।

৩. প্রথম পরীক্ষায় পাস করলে । হবে দ্বিতীয় পরীক্ষা ।

৪. দ্বিতীয় পরীক্ষা হবে সাবজেক্টিভ টাইপের । সেখানে থাকবে বাংলা , ইংরেজি এবং নিজের সাবজেক্টের উপর প্রশ্ন ।

৫. দ্বিতীয় পরীক্ষাও হবে ১০০ নাম্বারের । বাংলা ও ইংরেজি এর জন্য ৫০ এবং নিজের সাবজেক্টের জন্য থাকবে ৫০ নাম্বার , দুটি মিলেয়ে ১০০ নাম্বার ।

৬. ইণ্টারভিউ থাকবে না ।

[ নবম থেকে দ্বাদশ শ্রেণির সিলেবাস দেখতে এখানে ক্লিক করুন ]

শিক্ষক নিয়োগে দ্রুততা আনতে বিধিতে পরিবর্তন বলে জানা গিয়েছে । খুব তাড়াতাড়ি তা বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হবে বলে জানা যাচ্ছে। একজন প্রার্থী কোনও একটি স্তরের পরীক্ষায় বসার জন্য আবেদন করতে পারবেন।

 

NEW HGH                                                                                                                                                                                                              প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার তেমন কোনও পরিবর্তন হবে না ।

উচ্চ প্রাথমিকে টেট ১৮০ নাম্বারের হতে পারে । ইণ্টারভিউ উঠে যেতে পারে ।

নবম থেকে দ্বাদশ শ্রেণির শ্রেণির পরীক্ষার সবচেয়ে বেশি পরিবর্তন হবে ।

 

 

প্রাথমিকে শিক্ষক নিয়োগ এবং কোর্ট কেস নিয়ে আপডেট পেতে এখানে ক্লিক করুন 

উচ্চ-প্রাথমিকে শিক্ষক নিয়োগ এবং কোর্ট কেস নিয়ে আপডেট পেতে এখানে ক্লিক করুন 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here