আজ ছিল RBI Governor Press Met, সেখানে একাধিক বিষয়ে ঘোষণা করলেন RBI Governor Shaktikanta Das .৩ মাস স্থগিত করা হল সমস্ত রকম লোনের EMI,আজ জানিয়েছেন RBI Governor.
চলুন আমরা এক নজরে দেখে নি তিনি আজ কিকি গুরুত্বপূর্ণ ঘোষণা তিনি করেছেনঃ-
RBI Governor Press Conference Highlights |
# ৩ মাস অব্দি স্থগিত করা হল সমস্ত রকম লোনের EMI৷(৩১ শে মার্চ ২০২০ থেকে শুরু করা হবে) |
#RBI রেপো রেট 75 basis points অব্দি কাট করলেন। |
# RBI রিভাস রেপো রেট 90 basis points অব্দি কাট করলেন। |
# পরবর্তী তিন মাসের জন্য, যার ঋণ বকেয়া আছে তার অ্যাকাউন্ট থেকে কোনও ইএমআই কেটে নেওয়া হবে না। |
# তিন মাসের স্থগিতের সময়সীমা শেষ হওয়ার পরে ইএমআইগুলি আবার শুরু হবে। |
# 3 মাসের লোনের EMI স্থগিতাদেশ পাওয়া যাবে কর্পোরেট লোন,হোম লোন এবং গাড়ী লোনের ক্ষেত্রে এর সঙ্গে ব্যক্তিগত লোনের ক্ষেত্রে এই সুবিধা পাওয়া যাবে। |
# তবে ক্রেডিট কার্ডের লোনের EMI ক্ষেত্রে এই স্থগিতের সুবিধা পাওয়া যাবে না । |
# করোনার জেরে দেশে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে৷ দিনের পর দিন বাড়ছে করোনার আক্রান্তের সংখ্যা । সঙ্গে চলছে ২১ দিনের লকডাউনের ,ফলে বন্ধ বহু প্রতিষ্ঠান ৷ এই পরিস্থিতিতে রোজগারের পথ প্রায় বন্ধ হয়েছে বহু মানুষের ৷ রোজগারে না থাকার ফলে স্বাভাবিক ভাবেই অনেকে প্রশ্ন তুলছিলেন যে কিভাবে তাঁরা লোনের EMI মেটাবেন । আজকের RBI এর এই সিদ্ধান্তের ফল্র তারা হাফ ছেরে বাচলেন । |
[ শিক্ষামন্ত্রীর আর্জি শিক্ষক, শিক্ষিকা, অধ্যাপকরাদের কাছে]
[আরও পড়ুন :-নবান্নের নোটিশ জারি , সঠিক সময়েই বেতন পাবেন সরকারি কর্মচারীরা]
|