This Post Contents
sneher parash online application
Here We Discuss About Sneher Parash Online Application. How to Download This Sneher Parash Application,who Can Apply This Post,how to Create a Application in Online From Sneher Parash App
বাংলার মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করেছিলেন, যে সমস্ত পরিযায়ী শ্রমিকদের লকডাউনের মাঝে আটকে পরেছেন এবং ঘরে ফিরতে পারছেন না তাঁদের কে “Sneher Parash” প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার সাহায্য করবে। এই “Sneher Parash” প্রকল্পে আবেদন করতে হবে,তবেই মিলবে এককালীন ১,০০০ টাকা। আবেদনকারী সত্যিই ভিনরাজ্যে আটকে থাকা প্রবাসী কি না তা ঠিক করবেন জেলাশাসক।
আজ এই নিয়ে রাজ্য নোটিশ জারি করা হয়েছে। কিভাবে online application(আবেদন করবেন ) ? কিভাবে মিলবে টাকা আজ আমারা সব দেখে নেব এই খবরে।
{Download Mobile application} Sneher Paras Prakalpa online application, এখানে ক্লিক করুন
# প্রকল্পের নাম:- “Sneher Parash”(‘স্নেহের পরশ’)।
# অর্থ :- ১০০০ টাকা এককালীন ।
# যোগ্যতামান :- যে সমস্ত কর্মী এই লকডাউনের জন্য ২৪.০৩.২০২০ তারিখ থেকে বাইরে আটকে পরেছেন তাঁরা এই অর্থ পাবেন।
# শর্ত :- ১) পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। ২)EPIC/VOTER/KHADYASATHI NUMBER লাগবে যেটা পশ্চিমবঙ্গের বাসিন্দা প্রমাণ করবে। আরও কিছু শর্ত নোটিশে দেওয়া আছে… নীচে নোটিশটি ডাউনলোড করে একবার দেখে নেবেন।
# কিভাবে আবেদন করবেন :- মোবাইল আপ এর মাধ্যমে যেটা আপনি GOOGLE PLAY STORE OR WWW.WB.GOV.IN থেকে ডাউনলোড করতে পারবেন।
# কি কি লাগবে :- আবেদনকারীর ছবি, EPIC/VOTER/KHADYASATHI NUMBER, BANK ACCOUNT DETAILS, পশ্চিমবঙ্গের পরিচিত কারোর মোবাইল নাম্বার । সঙ্গে ঐ পরিচিত ব্যক্তির সঙ্গে আবেদনকারীর সম্পর্ক , ঐ পরিচিত ব্যক্তির নাম লাগবে।
# আবেদন গ্রহণ :- DISTRICT MAGISTRATE আবেদনের তথ্য গুলো ভালো করে দেখবেন এর পর সব ঠিক থাকলে আবেদনকারীর BANK ACCOUNT ১০০০ টাকা দিয়ে দেবেন।
# আবেদনের সময়সীমা : – ২০ এপ্রিল ২০২০ থেকে ৩ রা মে ২০২০ অব্দি ।
# বিষদে জানতে :- www.wb.gov.in সাইটি ভিজিট করুন or Click Here
Sneher paras prakalpa online application.Online Application Form 2020.
sneher paras prakalpa online application নিয়ে আজ আমারা আপনাদেরকে সম্পূর্ণ তথ্য দিলাম। কিন্তু বেশ কিছু তথ্য নোটিশে দেওয়া হয়েছে এই “sneher paras” prakalpa নিয়ে । নোটিশটি ডাউনলোড করুন নীচের দেওয়া লিঙ্ক থেকে । ১ মিনিট অপেক্ষা করে এটা ডাউনলোড করতে পারবেন।
[su_button id=”download” url=”http://wbdmd.gov.in/writereaddata/NW664962.pdf” target=”blank” style=”3d” background=”#1a1b1d” color=”#fef02b” size=”9″ wide=”yes” center=”yes” icon_color=”#ffffff” text_shadow=”0px 0px 0px #f392aa”]CLICK HERE TO DOWNLOAD [/su_button]
এছাড়াও আরও প্রকল্প নিয়ে এবং নিত্য নতুন খবর পড়তে এখানে ক্লিক করুন
LAPTOP A INSTALL HOCHCHHE NA KI KORBO
MOBILE
Madhusudan Mahato
আমার নাম শামিমা খাতুন পিতা লেট ইউনুস আলী ঠিকানা কাঁচড়া ঠাকুর রানীচক জেলা হুগলী থানা খানাকুল পিন 712613
আমি অন্ধ পদেশ শে ডাঃ দেখাতে এসেছিলাম লক ডাউন নে আটকিয়ে আছি তাই সরকারি উনুদান চাই
Download hoche na
EKTU WAIT KORUN HOBE
I am worker
very good project for poor people . And lot of thanks
how to check my application status
how to check my application status…….