State Govt of West Bengal announce New Pension scheme

0
45

WB GOVT ANNOUNCE NEW PENSION SCHEME IN 2020

করোনা পরিস্থিতি মোকাবিলা করতে একের পর এক স্কিম ঘোষণা করছেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।গতকাল নবান্নে এক সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা তিনি করেছেন।তাঁদের মধ্যে উল্লেখ্য হল সামাজিক পেসশন নিয়ে।আজ নবান্নের তরফ থেকে এক নোটিশ প্রকাশিত হয় সেখানে বিভিন্ন সামাজিক পেনশন (NEW PENSION SCHEME) নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হয়।

রাজ্য সরকার দুটি নতুন পেনশন (NEW PENSION SCHEME) ঘোষণা করেছে এই মুহূর্তে। একটি হল ১)তপসিলি বন্ধু(TAPOSILI BONDHU) SC দের জন্য এবং ২) জয় জোহর (JAI JOHOR) ST দের জন্য।

এর সঙ্গে রাজ্য সরকার মাসিক পেনশনের (বয়স্ক, বিধবা,প্রতিবন্ধকতা পেনশনের)পরিমাণ ৬০০/৭৫০ থেকে বাড়িয়ে ১০০০ টাকা করলেন।এর সঙ্গে রাজ্য সরকার সমস্ত নতুন(তপসিলি বন্ধু,জয় জোহর) এবং পুরাতন(বয়স্ক, বিধবা,প্রতিবন্ধকতা) পেনশনকে এক ছাতার তলায় এনে নতুন নাম দিলেন ” জয় বাংলা স্কিম ২০২০”( Jai Bangla Scheme 2020)। 

#রাজ্য সরকার দুটি নতুন পেনশন (NEW PENSION SCHEME) ঘোষণা করেছে  ১)তপসিলি বন্ধু( SC দের জন্য)এবং ২) জয় জোহর( ST দের জন্য) ,তার জন্য কিছু মাপ কাঠি দিয়েছেন। অর্থাৎ কারা কারা এই পেনশন পাবেন। 

#সমস্ত SC এবং ST মানুষ যাদের বয়স ৬০ বছরের উপরে তাঁরা এই নতুন পেনশনের সুযোগ পাবেন। 
# উক্ত ব্যক্তিরা মাসিক ১০০০ টাকা করে পেনশন পাবেন।
# তপসিলি বন্ধু (TAPOSILI BONDHU) SC মানুষদের জন্য
# জয় জোহর (JAI JOHOR) ST মানুষদের জন্য।
# Eligibility – ১) ৬০ বছর বয়স হতে হবে ,   ০১.০১.২০২০ তে
২) পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। 
৩) পশ্চিমবঙ্গের অন্য কোনও সামাজিক প্রকল্পের সুবিধা নিলে চলবে না।
# আরও বিস্তারিত তথ্য সমস্ত বিডিও অফিস,এসডিআইও অফিস,কমিশনারের অফিস এ যোগাযোগ করলে জানা যাবে।
# তাছাড়া www.jaibangla.wb.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমেও জানতে পারবেন।

 

আরও তথ্য জানতে নীচের PDF টি DOWNLOAD  করতে পারেন।

[su_button id=”download” url=”http://www.wbfin.nic.in/writereaddata/Jai%20Bangla-FD%20Memo%20No%201157.pdf” target=”blank” style=”3d” background=”#1a1b1d” color=”#fef02b” size=”9″ wide=”yes” center=”yes” icon_color=”#ffffff” text_shadow=”0px 0px 0px #f392aa”]CLICK HERE TO DOWNLOAD [/su_button]

 


[CLICK HERE TO READ LATEST NEWS : -Govt To Cut Salaries Of Its Teachers,Minister,IAS,IPS,Gr d Staffs]

[আরও পড়ুন ১ মাসের অগ্রিম বেতন পাবেন কর্মচারীরা,রাজ্যে লকডাউননের সময়সীমা বাড়ল]

[আরও পড়ুনঃ- সরকারি কর্মী এবং পেনশনভোগীদের জন্য দারুণ খবর আনল রাজ্য সরকার]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here