WB HS EXAM 2023 ADMIT CARD– আগামী ৬ মার্চ দ্বাদশের অ্যাডমিট কার্ড দেওয়া হবে একটি নোটিশ জারি করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ! সেই নোটিশটি এখানে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবেন! উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড এবং একাদশ শ্রেণির পড়ুয়াদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট আগামী ১ মার্চ ক্যাম্প অফিস থেকে প্রধান শিক্ষক-শিক্ষিকাদের সংগ্রহ করে পড়ুয়াদের মধ্যে বিতরণ করার কথা ছিল।
কিন্তু সূচি পরিবর্তনের ফলে ১ মার্চ মাধ্যমিক পরীক্ষা থাকায় ওই দিন সেটা করা যাচ্ছে না বলে জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। তার বদলে ৬ মার্চ ক্যাম্প অফিস থেকে অ্যাডমিট কার্ড (WB HS EXAM 2023 ADMIT) ও একাদশ শ্রেণির রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেওয়া হবে বলে শুক্রবার জানান সংসদের সচিব তাপস মুখোপাধ্যায়।
WB HS EXAM 2023 ADMIT CARD
কাউন্সিলের অধীনস্থ সকল প্রতিষ্ঠানের প্রধানকে অনুরোধ করা হচ্ছে যে তারা নিজেরাই উপকরণ সংগ্রহ করুন অথবা উল্লিখিত তারিখে ইতিবাচকভাবে উপকরণ সংগ্রহের জন্য তাদের অনুমোদিত প্রতিনিধিদের সংশ্লিষ্ট ক্যাম্পে পাঠান।




![[DIRECT LINK]WB HS RESULT 2024,WB HS RESULT 2024 CHECK ONLINE,WB HIGHER SECONDARY RESULT 2024! HS_Result_2022](https://www.wbedu.in/wp-content/uploads/2022/06/HS_Result_2022-218x150.jpg)
![[DOWNLOAD-PDF] WBCHSE EXAM DATE 2025,2025 HS Exam Routine PDF,2025 HS exam routine PDF West Bengal board wbchse_exam_date_2025](https://www.wbedu.in/wp-content/uploads/2024/03/wbchse_exam_date_2025-218x150.jpg)
![[PDF] Madrasah TET Exam date 2023 , WB Madrasah service commission exam date 2023,very big news Madrasah_TET_Exam_date_2023](https://www.wbedu.in/wp-content/uploads/2024/01/Madrasah_TET_Exam_date_2023-218x150.png)
