WB School Recruitment 2022- প্যানেল নিয়ে নাড়াঘাঁটা/শ্রীঘ্রই নতুন নিয়োগ-শিক্ষামন্ত্রী,very big news

0
29

WB School Recruitment 2022- কোর্টে নিয়োগ দুর্নীতির প্রমাণ এর পর বেশ কিছুদিন ধরে অনেক আপডেট তথ্য বেরিয়ে আসছে নিয়োগ প্রক্রিয়া শুরু করা নিয়ে। এখন যে সমস্ত যোগ্য প্রার্থী রয়েছেন তাদের কিভাবে নিয়োগ করা যাবে এ নিয়ে নবান্নের নির্দেশ দিয়েছে ।সে নির্দেশ পৌঁছেছে স্কুল শিক্ষা দপ্তরের। স্কুল শিক্ষা দপ্তর থেকে নির্দেশ গিয়েছে এসএসসির {WBSSC} কাছে।

এবার যে খবর আপডেট আজকে বেরিয়ে এসেছে সেটা আরও উল্লেখযোগ্য বলে মনে করা হচ্ছে।শিক্ষামন্ত্রী জানিয়েছেন প্যানেল নিয়ে নাড়া চারার কাজ শুরু হয়েছে। শীঘ্রই যে বা বা যাঁরা যোগ্য তাদেরকে {WB School Recruitment 2022} চাকরি দেয়া হবে ।এই নিয়ে একটি বিবৃতি আপডেট তথ্য বেরিয়ে এসেছে। আজকে প্রতিবেদনে এ তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করা হচ্ছে।

WB School Recruitment 2022

আপনার ইতিমধ্যে দেখেছেন স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি{WBSSC Group C Recruitment} ,গ্রুপ ডি {WBSSC Group D Recruitment} এবং ক্লাস নাইন এবং টেনের শিক্ষক{WBSSC Class 9/10 School Teachers Recruitment} নিয়োগ নিয়ে কোর্টের ভর্ৎসনার স্বীকার হয়েছে।দুর্নীতির অভিযোগ নিয়ে কোর্টে মামলা দায়ের করা হয়েছে।কোর্টের নির্দেশে যে অবসরপ্রাপ্ত বিচারপতিদেরকে নিয়ে কমিটি গঠন করা হয়েছিল এই দুর্নীতি নিয়ে ,তাদের রিপোর্ট আসার পর থেকে ঐ অভিযোগের আরও সত্যি বলে প্রমাণিত হয়েছে।

WB_School_Recruitment_2022
WB_School_Recruitment_2022

যে বা যারা অযোগ্য এবং দুর্নীতি করে এই নিয়োগপ্রাপ্ত বা চাকরি পেয়েছে তাঁদের অনেকের চাকরি বাতিল করছে কোর্ট। কিছু মামলা এখনও বিচারাধীন।

এবার যে সমস্ত খবর আপডেট নতুন ভাবে বেরিয়ে আসছে সেখানে বলা হচ্ছে, যে এই নিয়োগ নিয়ে যে অভিযোগ করা হচ্ছেএবং প্রকৃত যে বা যারা দোষী তাদের শাস্তির কথা বললেন ব্রাত্য বসু ।তিনি জানিয়েছেন ,যে এর সঙ্গে যারা জড়িত তাদের শাস্তি হওয়া প্রয়োজন।

গত মঙ্গলবার বিকাশ ভবনের সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন “বিচারাধীন বিষয় নিয়ে আমি কোনো মন্তব্য করতে পারি না ,তবে আমরা আদালতের পাশে আছি। আমরা বলেছি দোষীদের শাস্তি পেলে পাবে ।আগে আমার দলে ছিলেন এখন বিজেপিতে আছেন তাদের কেউ কেউ যুক্ত আছেন কিনা সেটাও প্রমাণিত হোক ।”

WB School Recruitment 2022 -ধর্মতলায় খোলা আকাশের নিচে আন্দোলন করছে এসএসসি চাকরি প্রার্থীরা। তাদের আন্দোলন পেরিয়েছে প্রায় 400 দিনেরও বেশি।

সেদিন শিক্ষামন্ত্রী বলেন “মুখ্যমন্ত্রীর নির্দেশে এসএসসির প্যানেল নিয়ে নাড়াঘাঁটার কাজ শুরু হয়েছে। যোগ্যদের খোঁজার কাজ চলছে। নতুন করে আমরা নিয়োগ করতে যাচ্ছি। ”

নতুন শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিরপেক্ষভাবে হবে বলে দাবি করেছেন বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু । এই খবর সামনে আসতেই ,আরও কিছু যোগ্য চাকরিপ্রার্থীরা যারা দীর্ঘদিন ধরে অবহেলা শিকার হয়েছেন তাদের ভাগ্য খুলতে চলেছে বলে মনে করা হচ্ছে।

যে তিন সদস্যের কমিটিও গঠন করা হয়েছিল,তাঁরাও কাজ করছে । যারা যোগ্য তাদের খুঁজে বের করার কাজ চলছে। অর্থাৎ যারা ওয়েট লিস্টেড আছে তাদের কাছ থেকে হয়তো বা নিয়োগ প্রক্রিয়ার জন্য পরবর্তী প্যানেলের নাম আসতে পারে!!! তবে সম্পূর্ণ প্রক্রিয়াটি এখন বিচারাধীন এবং আলোচনার বিষয়বস্তু। তাই এখনই পাকাপোক্তভাবে বলা যাচ্ছে না যে এই নিয়োগ প্রক্রিয়া কিভাবে হবে । কারণ এটা একটা যথেষ্ট ভাবনা চিন্তার বিষয়।
তবে এটা পরিষ্কার যে যোগ্য চাকরিপ্রার্থীরা দীর্ঘদিন ধরে অবহেলিত হয়েছেন সে সমস্ত চাকরিপ্রার্থীদের ভাগ্য খুলতে চলেছে{WB School Recruitment 2022}, বিশেষ করে গ্রুপ সি, গ্রুপ ডি এবং ক্লাস 9-10 এর শিক্ষক নিয়োগের ক্ষেত্রে।

এই নিয়ে আরোও বিস্তারিত খবর পড়তে এখানে ক্লিক করুন । বিভিন্ন খবর তথ্য এবং নোটিশ পেতে এখানে ক্লিক করুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here