This Post Contents
Big big news updates are out about WBMSC exam date and Madrasah service commission general transfer in 2020.Here we details discuss and provide notification about Madrasah service commission general transfer,Madrasah service commission teachers recruitment and Madrasah service commission HM/Super recruitment.
WBMSC Exam Date
অবশেষে ঘোষিত হল শিক্ষক নিয়োগ,শিক্ষকদের বদলি এবং হেড মাস্টার ও সুপার নিয়োগের বিজ্ঞপ্তি । আজ ১৪ই নভেম্বর এক নোটিফিকেশন সামনে এসেছে সেখানে শিক্ষক শিক্ষিকা দের বদলি থেকে শিক্ষক নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য তুলে ধরা হয়েছে।
প্রথমে যে নোটিশটি সামনে এসেছে সেখানে রাজ্যে নন এডেড মাদ্রাসা গুলোতে ৬তম RLST থেকে কর্ম ও শারীরশিক্ষা (পাস) শিক্ষক নিয়োগের জন্য পরীক্ষার কথা বলা হয়েছে । ২০১৩ সালের নোটিফিকেশন এর ভিত্তিতে এই পরীক্ষা নেওয়া হবে। আগামী ১৭ই জানুয়ারি ২০২১ সালে এই পরীক্ষা নেওয়া হবে ।
সেই পরীক্ষার জন্য যে এডমিট কার্ড সেটা চাকরীপ্রার্থীরা আগামী ২৮ শে ডিসেম্বর থেকে কমিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নীতে পারবে।
WBMSC Exam Date(For HM/Super)
নতুন নোটিফিকেশন অনুসারে যে, 7th SLST হেড মাস্টার এবং সুপার নিয়োগের পরীক্ষা হবে ,সেটা আগামী ১০ই জানুয়ারি ২০২১ সালে নেওয়া হবে খবর।
এই সুপার এবং হেড মাস্টার নিয়োগ পরীক্ষার জন্য যে এডমিট কার্ড সেটা চাকরীপ্রার্থীরা আগামী ২৪ শে ডিসেম্বর থেকে কমিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নীতে পারবে।
Madrasah Service Commission General Transfer
আরেকটি নোটিশ সামনে এসেছে সেখানে Madrasah Service Commission শিক্ষক-শিক্ষিকাদের General Transfer এর জন্য যে কাউন্সিলিং নেবে তার দিনক্ষণ সামনে এসেছে।
জানা গিয়েছে উক্ত কাউন্সিলিং সাবজেক্ট এবং সিনিয়রিটি হিসাবে করা হবে। এই কাউন্সিলিং শুরু হবে আগামী ২৮ শে নভেম্বর মাসে। এর আগে কমিশনের ওয়েবসাইটে নিজেরদের নামের লিস্ট দেখে নীতে পারবেন। সেই লিস্ট আগামী ২৪ শে নভেম্বর কমিশনের ওয়েবসাইট থেকে দেখা যাবে বলে খবর।
যদি আপনারা VACANCY,SYLLABUS,Recruitment Rules নিয়ে আরও তথ্য পেতে চান তাহলে এখানে ক্লিক করুন। ক্লিক ১, ক্লিক ২
WBMSC Exam Date,Madrasah Service Commission General Transfer
Board | The West Bengal Madrasah Service Commission |
State | West Bengal |
Exam Name | AT-WORK AND PHYSICAL EDUCATION TEACHERS |
Admit card date | 28th December |
Exam date | 17th January |
Exam Name | HM/SUPER Recruitment |
Admit card date | 24th December |
Exam date | 10th January |
Transfer counseling name published on | 24th November |
Transfer counseling was held on | 28th November |
Official website | www.wbmsc.com,or Click Here |
More news | Click here |