WBSSC Teachers Recruitment 2022: বড় খবর! শিক্ষক নিয়োগ নিয়ে ‘গুরুত্বপূর্ণ’ ঘোষণার পথে রাজ্য! দ্রুত ঘোষণা!very big news

1
24

WBSSC Teachers Recruitment 2022– এই মুহূর্তে রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। জানা গিয়েছে প্রায় হাজার খানেক পদে শিক্ষক নিয়োগ নিয়ে চূড়ান্ত ঘোষণা করতে চলেছে। ইতিমধ্যেই মিলেছে রাজ্যের অর্থ দপ্তরের মঞ্জুরি! বিস্তারিত তথ্য আপডেট (WBSSC Teachers Recruitment 2022) এই প্রতিবেদনে শেয়ার করা হল।

জানা গিয়েছে রাজ্যে প্রধান শিক্ষক নিয়োগের বিধিতে ইতিমধ্যেই অনুমোদন দিয়েছে রাজ্যের আইন দফতর। অর্থ দফতর ও এই বিষয়ে সম্মতি দিয়ে দিয়েছে আগেই বলে খবর সামনে এসেছে এবার পালা রাজ্যে মন্ত্রীসভার অনুমোদনের।

WBSSC Teachers Recruitment 2022

আপনারা জানেন রাজ্যে শিক্ষক নিয়োগের দুর্নীতির তদন্ত চলছে। এর মাঝে একাধিক হেভি ওয়েট নেতা গ্রেফতার ও হয়েছে। ঠিক এর মাঝে আজকে শিক্ষক নিয়োগ নিয়ে এক গুরুত্বপূর্ণ খবর সামনে এল। জানা গিয়েছে স্কুল সার্ভিস কমিশন প্রায় ২৫০০ পদে প্রধান শিক্ষক নিয়োগের জন্য নোটিশ জারি করতে চলেছে এই সপ্তাহে।

এই প্রধান শিক্ষক নিয়োগের (SSC Teachers Recruitment)জন্য নিয়োগ নিয়মেরও পরিবর্তন করা হয়েছে। যার অনুমতি ইতিমধ্যেই রাজ্যের আইন দফতর দিয়েছে। এবার আগামী ১৮ই আগস্ট রাজ্যে মন্ত্রীসভার বৈঠক আছে সেখানে এক আনুষ্ঠানিক ঘোষণা করা হবে বলে খবর।

WBSSC_Teachers_Recruitment_2022
WBSSC Teachers Recruitment

ইতিমধ্যেই হাইকোর্টে জানানো হয়েছে রাজ্যের প্রধান শিক্ষকের কত শূন্য পদ বর্তমানে পরে রয়েছে। সেই কোর্টে জমা করা রিপোর্ট অনুযায়ী প্রায় আড়াই হাজার শূন্য পদে রয়েছে প্রধান শিক্ষকের জন্য। সেই শূন্য পদ গুলিতেই নিয়োগের জন্য তৎপর হয়েছে রাজ্য সরকার।

যদিও ঐ শূন্য পদের বাইরে স্কুল ভিত্তিক চূড়ান্ত শূন্য পদের তালিকা শীঘ্রই মধ্যশিক্ষা পর্ষদ তৈরি করে তা এসএসসিতে পাঠিয়ে দিতে বলা হয়েছে! সেই সমস্ত শূন্য পদ নিয়ে প্রধান শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দিয়ে দেবে এসএসসি দেবে বলেই সূত্রের দাবি।

তবে প্রাথমিকভাবে নিয়োগের বিধিতে রাজ্য মন্ত্রিসভা অনুমোদন দিয়ে দিলেই সেপ্টেম্বর মাসের গোড়াতেই প্রধান শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দিয়ে দেবে এসএসসি তেমনটাই আধিকারিকরা মনে করছেন!

WBSSC_Teachers _Recruitment_2022
WBSSC Teachers Recruitment 2022

প্রধান শিক্ষক নিয়োগ বিধিতে কি কি পরিবর্তন আসছে?

নতুন নিয়মে প্রধান শিক্ষক নিয়োগ বিধিতে {WBSSC Teachers Recruitment 2022} একাধিক পরিবর্তন আসছে! নীচে কিছু পরিবর্তন তুলে ধরা হল।

  • লিখিত পরীক্ষা নেওয়া হবে ।
  • পুরো লিখিত পরীক্ষাই হবে ওএমআর শিটে।
  • মোট ১০০ নম্বরের পরীক্ষা হবে।
  • এর মধ্যে ৯০ নম্বর হবে লিখিত পরীক্ষা।
  • ১০ নম্বরের হবে ইন্টারভিউ।

স্কুল সার্ভিস কমিশন পরে বিজ্ঞপ্তি জারি করে পরীক্ষার প্রশ্ন পত্র , সিলেবাস এবং আরও অন্যান্য বিষয় জানিয়ে দেবে বলেও জানা গিয়েছে। এর সঙ্গে আরও জানা গিয়েছে যে এবার ইন্টারভিউ এবং কাউন্সিলিংয়ের ক্ষেত্রেও নিয়মে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে!

প্রধান শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারির পাশাপাশি নবম-দশম ও একাদশ-দ্বাদশ স্তরে নয়া নিয়োগের ক্ষেত্রেও ইতিমধ্যেই বিধি প্রায় প্রস্তুত করে ফেলেছে কমিশন। সেই নিয়োগ বিধি খুব তাড়াতাড়ি আইন দফতরকে পাঠানো হবে অনুমোদনের জন্য বলে খবর। আনুমানিক কি কি পরিবর্তন হতে পারে নবম-দশম ও একাদশ-দ্বাদশ স্তরে নয়া নিয়োগের বিধিতে তা এখানে ক্লিক করে দেখে নিতে পারবেন।

আপার প্রাইমারি নিয়ে আরও খবর আপডেট পেতে এখানে ক্লিক করুন।

FAQs

কত শূন্য পদে এই শিক্ষক নিয়োগ করা হবে?

প্রায় ২৫০০ পদে প্রধান শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হবে বলে খবর!

এই শূন্য পদ কি বাড়তে পারে?

হ্যাঁ, বাড়লেও বাড়তে পারে সেটা ১৮ তারিখে জানা যাবে।

কবে এই শূন্য ঘোষণা করা হবে?

সম্ভবত ১৮ ই আগস্ট !

ফাইনলা নোটিশ কবে জারি হতে পারে ?

সেপ্টেম্বর মাসে !

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here