{Great News} West Bengal Helper Recruitment 2020

West-Bengal-Helper-Recruitment-2020
West-Bengal-Helper-Recruitment-2020

West Bengal helper recruitment 2020.Helper recruitment in West Bengal.Wb helper recruitment.Helper recruitment in West Bengal various hospital. male helper-female helper recruitment in West Bengal hospital.

West Bengal Helper Recruitment 2020

গতকাল মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন যে , নার্স সঙ্কট মেটাতে ৭ দিনের প্রশিক্ষণে ‘হেল্পার’ (West Bengal Helper Recruitment 2020) নিয়োগের করা হবে। বর্তমানে রাজ্যে নার্সের ঘাটতি মেটাতে এই উদ্যোগ বলে জানা গিয়েছে।

কিছু দিন ধরেই ভিন্ন রাজ্যে থেকে বাংলায় কর্মরত নার্সদের ইস্তফার হিড়িক পড়ে গিয়েছে ৷ তাই যাতে এই করোনার কঠিন পরিস্থিতির মাঝে রাজ্যে নার্স সংকট না দেখা দেয় সেই জন্য ৭ দিনের প্রশিক্ষণে ‘হেল্পার’ নিয়োগের করবে রাজ্য সরকার বলে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন ।

West-Bengal-Helper-Recruitment-2020
West-Bengal-Helper-Recruitment-2020

গতকাল মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন যে, ‘অবসরপ্রাপ্ত নার্সদের ক্ষেত্রে যেহেতু রোগীকে পর্যাপ্ত পরিষেবা দেওয়ার পর্যাপ্ত প্রশিক্ষণ রয়েছে, তাই তাঁদেরও প্রয়োজনে কাজে ব্যবহারের পরামর্শ দেন মমতা। ওঁরা যদি কেউ কাজে ফিরতে চান তা হলে সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে বহাল করা যেতে পারে।’

Helper recruitment in West Bengal.Wb helper recruitment.

এই নিয়ে লেটেস্ট আপডেট পেতে পশ্চিমবঙ্গ সরকারি ওয়েবসাইট https://www.wbhrb.in/ চেক করতে পারেন অথবা এখানে ক্লিক করতে পারেন।

FAQs

কি এই ‘হেল্পার’পদ ?

জানা গিয়েছে যে, এই ‘হেল্পার’ পদের কাজ কর্ম সম্পূর্ণ নার্সদের মতন হবে না । তাঁরা কিছু ন্যূনতম কাজ যেমন স্যালাইন ,অক্সিজেন দেওয়া, প্রেসক্রিপশন দেখে ওষুধ দেওয়া, সময়ে সময়ে গায়ের তাপমাত্রা মাপা, এই রকম ছোটখাটো কাজ গুলো করবে।

কত রকমের ‘হেল্পার’নিয়োগ করা হবে ?

জানা গিয়েছে যে, দুই ধরনের ‘হেল্পার’নিয়োগ করা হবে । একটি হবে মেল এবং অন্যটি হবে ফিমেল ‘হেল্পার’।

কাঁদেরকে এই ‘হেল্পার’পদে নিয়োগ করা হবে ?

কিছু স্থানীয় এবং লোকাল ছেলে-মেয়েদের নিয়োগ করা হবে এই ‘হেল্পার’পদের জন্য।

‘হেল্পার’দের কিভাবে কাজ বোঝানো হবে ?

জানা গিয়েছে যে, ঐ ‘হেল্পার’দের কাজ বোঝাতে ভিডিয়ো বা অ্যাপেরও সাহায্য নেওয়া যেতে পারে।

শিক্ষাগত যোগ্যতা কি লাগবে ?

এখনও এই বিষয়ে কোনও আপডেট বেরিয়ে আসেনি। তবে যেইটুকু জানা যাচ্ছে যে উচ্চ মাধ্যমিক পাস ছেলে মেয়েরা এই পদের জন্য আবেদন করতে পারবে !

বেতন কত এই ‘হেল্পার’পদে ?

এখন এই সম্পর্কে কিছু জানা যায়নি । তবে ভালো রকম একটা বেতন হতে পারে বলে জানা গিয়েছে।

কোথায় এই আবেদন করা যাবে?

এই নিয়ে লেটেস্ট আপডেট পেতে পশ্চিমবঙ্গ সরকারি ওয়েবসাইট https://www.wbhrb.in/ চেক করতে পারেন ।

কখন নোটিশ জারি করা হবে এই ‘হেল্পার’পদে নিয়োগের জন্য ?

নোটিশ প্রকাশিত হলেই আমরা এখানে আপনাদেরকে জানিয়ে দেব । এখানে ক্লিক করুন নোটিশ সম্পর্কে জানতে ।

To read more news about wb scheme and updates click below