[Live]West Bengal local train news,West Bengal local bus news,Very big announcement from CM

0
42

WEST BENGAL LOCAL TRAIN NEWS:- এই মুহূর্তে রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে করোনা প্রকোপকে প্রতিহত করতে একাধিক ঘোষণা করলেন। যদিও এটা বলে রাখা ভালো আজই তিনি তৃতীয় বারের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন। তিনি এই করোনা প্রকোপকে রুখতে যেমন মাস্ক পরার কথা জানিয়েছেন । সঙ্গে তিনি রাজ্য বাসীর জন্য একাধিক নতুন বিষয় নিয়ে ঘোষণা করেছে। যেমন লোকাল ট্রেন {West Bengal local train news},লোকাল বাস{West Bengal local bus news}, অফিসে কাজ কর্ম ইত্যাদি নিয়ে। নীচে লাইভ ভিডিও সঙ্গে কি কি পরিবর্তন হচ্ছে টা নিয়ে আলোচনা করা হল।

West Bengal local train news{West Bengal local bus news}

আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয় বারের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়ে তিনি সরাসরি নাবান্নে চলে যান । সেখানে তিনি নতুন ভাবে করোনা কে মোকাবিলা করতে কিছু নতুন পদক্ষেপের কথা জানান। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল লোকাল ট্রেন নিয়ে।

তিনি আজ জানান যে রাজ্যে {West Bengal local train news & West Bengal local bus news} আগামীকাল থেকে বন্ধ হচ্ছে লোকাল ট্রেন পরিষেবা। বেলাগাম করোনার মোকাবিলা করতে রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছেন বলে তিনি জানান।কোভিড সংক্রমণ রুখতে আগামী কাল অর্থাৎ বৃহস্পতিবার থেকে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ থাকবে রেল পরিষেবা।

এর সঙ্গে তিনি ঘোষণা করেন যে, সড়ক ও মেট্রো পরিষেবা চালু থাকলেও তা অর্ধেক হয়ে যাবে। সঙ্গে তিনি জানান যে রাজ্যে আপাতত আর বাইরে থেকে অবাধ প্রবেশ করা চলবে না।

WB_Govt_notification_regarding_mask
WB_Govt_notification_regarding_mask-1

ভিন রাজ্য থেকে আসতে হলে আরটিপিসিআর টেস্ট করে শংসাপত্র নিয়ে আসতে হবে। বিমানে চড়তেও আরটিপিসিার টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে। এর সঙ্গে রাজ্যেও সরকার অনস্পট সাপ্রাইজ টেস্ট করতে পারে !!

Again Lock Down West Bengal
Again Lock Down West Bengal

<<<এছাড়াও তিনি একাধিক ঘোষণা করেন>>>

৫০ জনের বেশি কোনওরকম জমায়েত নিষিদ্ধ।
যদি জমায়েত করতে হয় তাহলে লোকাল পুলিশের প্রয়োজনীয় অনুমতি লাগবে।
কাল থেকে সব লোকাল ট্রেন বন্ধ।
৫০ শতাংশ হবে রাজ্য পরিবহণের বাস ও মেট্রো।
বিমানে আসা-যাওয়া করতে গেলে চাই কোভিড নেগেটিভ রিপোর্ট।
সরকারি-বেসরকারি ক্ষেত্রে ৫০ শতাংশ কর্মীকে নিয়ে কাজ । {নোটিশ দেখতে এখানে ক্লিক করুন}
ওয়ার্ক ফ্রম হোম করতে হবে ।
গয়নার দোকান বেলা ১২ থেকে দুপুর ৩ পর্যন্ত খোলা থাকবে।
ব্যাঙ্ক খোলার সময়ে পরিবর্তন । এবার সকাল ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত ব্যাঙ্ক খোলা থাকবে ।
সকালে বাজার ৭টা থেকে ১০টা পর্যন্ত খোলা থাকবে। বিকেলে বাজার খোলা থাকবে ৫টা থেকে ৭টা পর্যন্ত৷
West Bengal local train news{West Bengal local bus news}

West Bengal local train news{West Bengal local train news}

West_Bengal_local_train_news
West_Bengal_local_train_news

বিকেলে বাজার খোলার নতুন সময় জানালেন মমতা

আগের নিয়মে কিছুটা পরিবর্তন করা হচ্ছে। এবার থেকে বাজার সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত বাজার খোলা থাকবে৷ তবে বিকেলে বাজার খোলা থাকবে ৫টা থেকে ৭টা পর্যন্ত৷ সোনার দোকান বেলা ১২ থেকে দুপুর ৩ পর্যন্ত খোলা থাকবে।

এই নিয়ে আরও খবর পড়তে এখানে ক্লিক করুন।

<<< ভিডিওটি নীচে দেখতে পাবেন আপলোড হচ্ছে >>>

FAQs

New Banking Hours in Wb ?

10 am to 2 pm .

New shopping hours in West Bengal ?

In the morning 7 am to 10 pm , 5 pm to 7 pm in the evening .

Local Train will still running in West Bengal

No. If it resumed its service govt will notify in due course.

Gold shop opening time table in West Bengal ?

12 pm to 3 pm.

Work from home allowed ?

Yes.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here