This Post Contents
12000 Primary Teachers Recruitment– ধাপে ধাপে রাজ্যের প্রতিটি স্তরে শিক্ষক নিয়োগ করা হবে বলে জানিয়য়েছেন মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু! নতুন শিক্ষক নিয়োগ করা হবে প্রাথমিক ,উচ্চপ্রাথমিক, নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণিতে । সঙ্গে প্রধান শিক্ষকও নিয়োগ করা হবে এই বছরেই! চলতি বছরের মে মাসের মধ্যে প্রাথমিকে ১২ হাজার শিক্ষক নিয়োগ (12000 Primary Teachers Recruitment) হবে। তারপর প্রধান শিক্ষক পদে নিয়োগ হবে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু!
মে মাসের মধ্যে প্রাথমিকে ১২ হাজার নিয়োগ হতে পারে। প্রধান শিক্ষক নিয়োগ এপ্রিল থেকেই হবে। বুধবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, “আরও শূন্য পদ চিহ্নিত করেছি। সেগুলো বোর্ডে পাঠাব। এসএসসি (স্কুল সার্ভিস কমিশন)- তে নতুন নিয়ম তৈরি হচ্ছে। যেখানে ইন্টারভিউতে লাইভ ভিডিয়োগ্রাফি হবে। ওএমআর শিট ১০ বছরের জন্য সংরক্ষণ করা হবে। প্রধান শিক্ষক, নবম- দ্বাদশ, উচ্চ প্রাথমিক সবই ধাপে ধাপে নিয়োগ হবে।” একটি সংবাদ মাধ্যমে সাক্ষাতকারে এমনটা জানিয়েছেন রাজ্যে শিক্ষা মন্ত্রী!
12000 Primary Teachers Recruitment
চলতি বছর অর্থাৎ ২০২৩ সালের এপ্রিল-মে মাসের মধ্যেই রাজ্যের প্রাথমিক স্কুল গুলিতে প্রায় ১২ হাজার শিক্ষক নিয়োগ হবে বলে ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বুধবার তিনি সংবাদ মাধ্যমে বলেন, “প্রাথমিক শিক্ষা পর্ষদের থেকে এখনও সম্পূর্ণ রিপোর্ট পাইনি। আমার কাছে যা খবর, মে মাসের মধ্যেই প্রাথমিকে ১২ হাজার নিয়োগ দিতে পারব। প্রাথমিকে আরও কিছু শূন্যপদ চিহ্নিত করেছে স্কুল শিক্ষা দফতর। সেগুলি প্রাথমিক শিক্ষা পর্ষদে পাঠানো হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। এপ্রিল-মে মাসের মধ্যে স্কুলে প্রধান শিক্ষক নিয়োগের প্রক্রিয়াও শুরু হবে বলে জানান তিনি।”
গত বছর অক্টোবর মাসে রাজ্যের প্রাথমিক স্কুলে প্রায় ১১৭৬৫টি শূন্যপদে সহকারী শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছিল। ইন্টারভিউ শুরু হয়েছিল ডিসেম্বরের শেষে। সম্প্রতি অষ্টম দফার ইন্টারভিউয়ের সূচি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। হাওড়া জেলায় প্রার্থীদের হবে এই এই দফায় ইন্টারভিউ। আগামী ২০ থেকে ২৪ শে মার্চ পর্যন্ত হাওড়া জেলার চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে।
Phase | District Name | Date |
1st phase | Kolkata | 27th December 2022 |
2nd phase | Kolkata | 10th January 2023 |
3rd & 4th phase | Alipurduar,Siliguri and Dakshin Dinajpur | 11th January to 14th January 2023 |
5th phase | Paschim Bardhaman,Paschim Medinipur,Jalpaiguri district,Uttar Dinajpur,Coochbehar,Bankura | 16th January to 10th February 2023 |
6th Phase | Purba Bardhaman | 23,24,27,28 Feb,01 March |
7th Phase | Birbhum | 13,14 and 15 March |
8th Phase | Howrah | 20,21,22,23 24 March |
9th Phase | Provide Soon | Click Here |
প্রাইমারির ইন্টারভিউ এর (12000 Primary Teachers Recruitment) সময় কিকি ডকুমেন্ট লাগবে?
এই জাতীয় সমস্ত প্রার্থীদের নীচে তালিকাভুক্ত নথিগুলির আসল এবং স্ব-প্রত্যয়িত (12000 Primary Teachers Recruitment)ফটোকপি সহ ইন্টারভিউ বোর্ডের সামনে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে:
- I) TET এর অ্যাডমিট কার্ড
- 2) TET-যোগ্যতার ডাউনলোড করা নথি
- 3) বয়সের প্রমাণ হিসাবে মাধ্যমিক পরীক্ষা শংসাপত্রের প্রবেশপত্র।
- 4) বোর্ড/কাউন্সিল দ্বারা জারি করা মাধ্যমিক বা এর সমমানের পরীক্ষার মার্কশিট এবং সার্টিফিকেট।
- 5) বোর্ড কর্তৃক জারি করা উচ্চ মাধ্যমিক বা এর সমমানের পরীক্ষার মার্কশিট এবং সার্টিফিকেট
- 6) মার্কশিট এবং দুই বছরের D.E1.Ed./D.Ed সার্টিফিকেট। (বিশেষ শিক্ষা)/B.Ed./B.P.Ed. বা এর সমমানের পরীক্ষা।
- 7) মার্কশিট এবং স্নাতকের সার্টিফিকেট (BA/B.Sc.IB.Com. ইত্যাদি) বিশ্ববিদ্যালয় কর্তৃক জারি করা, যদি প্রযোজ্য হয়।
- 8) জাতি শংসাপত্র (SC/ST/OBC-A/OBC-B) সক্ষম সরকার দ্বারা জারি করা। কর্তৃপক্ষ, যদি প্রযোজ্য হয়।
- 9) পিএইচ সার্টিফিকেট, সরকার অনুযায়ী নিয়ম, যেখানে প্রযোজ্য।
- 10) সক্ষম সরকার দ্বারা জারি করা অব্যাহতিপ্রাপ্ত বিভাগ-শংসাপত্র। কর্তৃপক্ষ, যদি প্রযোজ্য হয়।
- 11) প্রাক্তন সেনা-সার্টিফিকেট, যদি থাকে!
- 12) উপযুক্ত সরকার কর্তৃক জারিকৃত প্রথম বাগদান পত্র। প্যারা-শিক্ষক হিসাবে কর্তৃপক্ষ, যেখানে প্রযোজ্য
- 13) পরিষেবা এবং বয়স গণনার জন্য D.P.O./S.D.0 দ্বারা জারি করা একজন প্যারা-শিক্ষকের অভিজ্ঞতার শংসাপত্র, যেখানে প্রযোজ্য।
- 14) সমস্ত প্রাসঙ্গিক প্রশংসাপত্র এবং সার্টিফিকেট, সহ-পাঠ্যক্রমিক কার্যকলাপ সম্পর্কিত, নিয়োগের নিয়ম অনুযায়ী, যদি থাকে।
- 15) ভোটার I ডি/আধার কার্ড।
- 16) একটি পাসপোর্ট সাইজ ছবি, স্ব-প্রত্যয়িত।
যদি আফিসিয়াল ডকুমেন্ট লিস্ট নোটিশ দেখতে চান তাহলে এখানে ক্লিক করুন।
অন্যদিকে, প্রধান শিক্ষক, উচ্চপ্রাথমিক, নবম-দশম ও একাদশ-দ্বাদশ মিলিয়ে নতুন করে স্কুলে প্রায় ২২ হাজার শূন্যপদে শিক্ষক নিয়োগের ঘোষণা আগেই করেছিলেন।
শিক্ষামন্ত্রী। তখনই জানিয়েছিলেন, নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরুর আগে নিয়োগ বিধিতে রদবদল করা হবে।
12000 Primary Teachers Recruitment
- নিয়োগ বিধির খসড়া প্রস্তুত হয়ে গিয়েছে!
- শীঘ্রই মন্ত্রিসভার অনুমোদনের জন্য পেশ করা হবে।
- ধাপে ধাপে নতুন নিয়োগের প্রক্রিয়া শুরু করবে স্কুল সার্ভিস কমিশন।
- প্রধান শিক্ষক নিয়োগে এপ্রিল থেকে মে মাসের মধ্যে নোটিশ চলে আসবে।
- ধাপে ধাপে প্রত্যেকটা স্তরে নতুন নিয়োগের পথে যাব।
- ইন্টারভিউয়ের লাইভ ভিডিওগ্রাফি করা হবে!
- ওএমআর শিট ১০ বছরের জন্য সংরক্ষণ করা হবে!
- আরও একাধিক নিয়মের সংযোজন করা হয়েছে ন্তুন নিয়োগের বিধিতে!
প্রাথমিকে শিক্ষক নিয়োগ নিয়ে আরও আপডেট পেতে এখানে ক্লিক করুন।
শিক্ষা মন্ত্রী জানান, দুর্নীতি বা বেনিয়ম করে যাঁরা চাকরি পেয়েছেন তাঁদেরকে সরিয়ে সেই জায়গায় যোগ্যদের মেধাঅনুযায়ী নিয়োগের কাজ শুরু করা হবে! প্রাথমিকে সব মিলিয়ে ১১ হাজার ৭৮৫টি শুন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি গত বছরেই প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ! এই মুহূর্তে এই শুন্যপাদে নিয়োগের জন্য জেলাভিধিক ইন্টারভিউ প্রকিয়া চলছে।
প্রাথমিকের শিক্ষক নিয়োগ নিয়ে বিভিন্ন নোটিশ পেতে এবং তা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
WBSSC New Recruitment Rules -রাজ্যে শিক্ষক নিয়োগ হবে তিনটি ধাপে ! নতুন নিয়মে নিয়োগ।
প্রিলিমিনারি পরীক্ষা |
পাস করলে |
সাবজেক্টের পরীক্ষা |
পাস করলে |
ইন্টারভিউ |
যদি নতুন পরীক্ষার শূন্য পদের হিসাব পেতে চান তাহলে এখানে ক্লিক করুন। |
WBSSC New Recruitment Rules 2023 সম্পর্কে বিস্তারিত ভাবে জানতে এখানে ক্লিক করুন!রাজ্যে শিক্ষক নিয়োগ হবে তিনটি ধাপে ! নতুন নিয়মে নিয়োগ।
FAQs
কবে এই নতুন {WBSSC 2nd SLST Exam}পরীক্ষা নেওয়া হবে ?
যতদূর জানা গিয়েছে, এই বছরের সেকেন্ড হাপে অথবা এই বছরের শেষের দিকে এই WBSSC 2nd SLST Exam হতে পারে।
কি কি নতুন নিয়ম আসতে {WBSSC New Recruitment Rules 2022} স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায়?
একাধিক পরিবর্তনের কথা আমরা জানতে পেরেছি! কিন্তু এখনও অফিশিয়াল ভাবে কোনও নোটিশ সামনে আসেনি! তাই আমরা এখনই সেই সমস্ত তথ্য দিচ্ছি না! কিন্তু শিক্ষা মন্ত্রী গতকালকে যে তথ্য গুলো দিয়েছেন,এই পোষ্টে আপনাদের সঙ্গে আমরা তা শেয়ার করেছি। তিনটি ধাপে হতে পারে স্কুল সার্ভিস কমিশনের নতুন পরীক্ষা।
কত শূন্য পদ থাকতে পারে ক্লাস ৯-১০ এর শিক্ষক নিয়োগের জন্য?
আনুমানিক প্রায় ১৪,০০০ বলে জানা গিয়েছে।
কত শূন্য পদ থাকতে পারে ক্লাস ১১-১২ এর শিক্ষক নিয়োগের জন্য?
প্রায় ৫,০০০ বলে জানা গিয়েছে।
নতুন শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আগে কোন পরীক্ষা নেওয়া হবে?
আগে হেড মাস্টার নিয়োগ পরীক্ষা হবে ,তাঁর পর সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষা নেওয়া হবে।
প্রাথমিকের কত শূন্য পদ থাকবে?
প্রায় ১২০০০ এর (12000 Primary Teachers Recruitment) কাছাকাছি!