This Post Contents
আজ মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে প্রেস কনফারেন্সে করেন। সেখানে তিনি একাধিক বিষয়ে তথ্য তুলে ধরেন।এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হল সোমবার থেকে রাজ্যে দোকান খোলা নিয়ে (The Market is Opening in the State From Monday)। তিনি জানিয়েছেন গ্রিন জোন এলাকায় শর্ত সাপেক্ষে দোকান খোলা হবে ,সঙ্গে ট্যাক্সি ও বাস চলাচল নিয়েও তিন আপডেট দিয়েছেন। নীচের ভিডিওটিতে সমস্ত আপডেট তুলে ধরা হয়েছে।
তিনি জানিয়েছেন সোমবার থেকে গ্রিন জোন এলাকায় বাস চলাচল করবে ২০ টি যাত্রী নিয়ে। কিন্তু সেটা নিজের জেলার মধ্যে সীমাবদ্ধ থাকবে। অর্থাৎ এক জেলা থেকে অন্য জেলায় বাস চলাচল করা যাবে না। এছাড়াও গ্রিন জোন এলাকায় যে সমস্ত দোকান পাঠ আছে সেই গুলোকে খোলা হবে তবে বিশেষ শর্তে। লোকাল পুলিশ ভালো করে দেখে নেবে কোন কোন দোকান খুললে মানুষের জমায়েত হবে না শুধুমাত্র সেই দোকান গুলোকে খোলা হবে।
The Market is Opening in the State From Monday
পশ্চিমবঙ্গে গ্রিন জোন, অরেঞ্জে জোন,রেড জোন এলাকা কোন গুলো দেখতে এখানে ক্লিক করুন।
আজ মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে জানান যে, ধাপে ধাপে লোকডাউন তোলা হবে। গ্রিন জোন এলাকায় এর মধ্যে রয়েছে- স্টেশনারি দোকান, বইয়ের দোকান, রঙয়ের দোকান, ইলেকট্রনিক্সের দোকান, মোবাইল রিচার্জের দোকান সহ চা-পান-বিড়ির দোকান খোলাতেও অনুমতি দেন মুখ্যমন্ত্রী কিন্তু এর জন্য রয়েছে বেশ কিছু শর্ত ৷ কেন্দ্র সেলুন খোলার অনুমতি দেয় নি তাই সেলুন বা বিউটি পারলোর খোলা যাবে না।
FAQs Related To The Market is Opening in the State From Monday
বাস কি সব যায়গায় চলবে ?
না । বাস শুধুমাত্র গ্রিন জোন এলাকায় চলবে।
কত জোন যাত্রী একটি বাসে চাপতে পারবেন ?
মাত্র ২০ জোন যাত্রী একটি বাসে চাপতে পারবেন। এর থেকে বেশি হলে পুলিশ কোঠর ভাবে ব্যবস্থা নেবে।
ট্যাক্সি কি চলাচল করবে ?
হ্যাঁ। কিন্তু নির্দিষ্ট নিয়ম মেনে।
সেলুন কি খোলা থাকবে ?
না । সেলুন কোথাও খোলার অনুমতি দেওয়া হয় নি।
বিউটি পারলোর কি খোলা যাবে ?
না । বিউটি পারলোর খোলা যাবে না।
চায়ের দোকান কি খোলা থাকবে ?
হ্যাঁ । কিন্তু বেশি জোন বসে আড্ডা মারা যাবে না।
পানের দোকান কি খোলা থাকবে ?
হ্যাঁ । কিন্তু বেশি জোন বসে আড্ডা মারা যাবে না বা দোকানে বসে বসে পান খাওয়া যাবে না।
হকার্স মার্কেট, হকার্স কর্নার, ফুটপাতে দোকানও কি খোলা যাবে ?
না । একদম না। হকার্স মার্কেট, হকার্স কর্নার খুলবে না, ফুটপাতে দোকানও খোলা যাবে না ।
গ্রিন জোনে কি কলকারখানা খোলা যাবে ?
হ্যাঁ , গ্রিন জোনে কারখানা খোলা যাবে। তবে নির্দিষ্ট শর্ত মেনে।
FOR MORE INFORMATION AND NOTICE PLEASE FOLLOW GOVT WEBSITE https://wb.gov.in/ OR CLICK HERE FRO MORE NEWS LIKE THIS OR PAY COMMISSION ,DA , PENSION NEWS CLICK HERE
Quires Related to the Market is Opening in the State From Monday Video Appears Below Wait for That