This Post Contents
Wb 89035 Vacancy Notification-আজকে রাজ্যে নিয়োগ নিয়ে বেশকিছু গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়! তিনি আজকে রাজ্যে ভবিষ্যতে যে বিপুল (Wb 89035 Vacancy Notification) পরিমাণে নিয়োগ হতে চলেছে তাঁর একটা ইঙ্গিত দিলেন। আজকে কলকাতায় তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ধর্মতলার মেয়ো রোডে বিরাট সমাবেশ করে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো। তিনি রাজ্যে হয়ে যাওয়া নিয়োগের পরিসংখ্যান তুলে ধরেন । এর সঙ্গে ভবিষ্যতে যে বিপুল পরিমাণে নিয়োগ হতে চলেছে তাঁর একটা আভাষ দিয়েছেণ।

আজকের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বিরোধী দলদেরকে তীব্র আক্রমন করেন । সভা উপস্থিত হয়েই মমতা প্রশ্ন করেন, কত চাকরি হয়েছে বাম আমলে এবং কত চাকরি তৃণমূলের সরকারের আমলে হয়েছে? বামেদের কাছে পরিসংখ্যান চান মমতা বন্দ্যোপাধ্যায়।
Wb 89035 Vacancy Notification
তিনি যে পরিসংখ্যান দিয়েছেন আজকে ধর্মতলার মেয়ো রোডের সভা থেকে তা নীচে তুলে ধরা হল
মুখ্যমন্ত্রীর দাবি, “আমাদের সময় উচ্চশিক্ষা, প্রাথমিক, মাদ্রাসা সব মিলিয়ে ১ লক্ষ ৬৩ হাজার ৯৭০ টি নিয়োগ হয়েছে৷ কমপ্লেন গেছে কটা? ২০০টা, ২৫০ টা! তাও বলেছিলাম করে দেব!”

তিনি বলেন “এছাড়াও এখনও ৮৯ হাজার ৩৫টি শূন্য পদ রয়েছে নিয়োগের জন্য! সমস্যা না থাকলে এটা এত দিনে এই পদে নিয়োগ হয়ে যেত! আমি শিক্ষামন্ত্রীকে বলবো সমস্ত আইনি দিক দেখে এই ৮৯,০৩৫ টি পদে দ্রুত নিয়োগ করে দাও কোথাও যেন নিয়োগ আটকে না থাকে !”
WBSSC – এর নতুন নিয়োগ বিধি সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন।
নীচের দেওয়া লাইভ ভিডিওটি দেখুন,আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় শিক্ষক নিয়োগ নিয়ে কি কি ঘোষণা করেছেন!
–YouTube Live Video about CM today’s speech-

তিনি আরও বলেন, ১৭৬টি পলিটেকনিক, ৭ হাজার নতুন স্কুল, স্কুলে যাওয়ার জন্য ব্যাগ, বই বিনা পয়সায় দেওয়া হচ্ছে। কন্যাশ্রী ৮০ লক্ষ স্কলারশিপ পায়। সবুজ সাথী সাইকেল ১ কোটি ৭ লক্ষ, শিক্ষাশ্রী ১ কোটি ৫ লক্ষ এবং এছাড়াও বারো ক্লাসে বিনাপয়সা ট্যাব দেওয়া হয়, এগুলি মনে রাখবেন।”
আপার প্রাইমারি (WB Upper Primary 2022) নিয়ে লেটেস্ট খবর পড়তে এখানে ক্লিক করুন।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “শিক্ষা নিয়ে যারা এত অপপ্রচার করে বেড়াচ্ছেন, কোর্টে কেসটা বিচারাধীন রয়েছে৷ আমি সেটা নিয়ে কিছু বলব না৷ আমাদের আমলে কত ছেলে মেয়ে স্কুলে চাকরি পেয়েছে? আর সিপিএম তোমার আমলে লিস্ট কোথায়, আলমারি কোথায়?
প্রাথমিক শিক্ষা পর্ষদের দায়িত্ব নেবার পর পর তিনি একাধিক মিটিং করেন! করেন বেশ কিছু প্রেস মিট! বিভিন্ন বিষয় নিয়ে তিনি ঘোষণা করেন । তার ঘোষণা নতুন টেট নিয়ে জানতে হলে এখানে ক্লিক করুন।
লেটেস্ট খবর পড়তে এখানে ক্লিক করুন এবং নোটিশ ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
FAQs
আজকে কত শূন্য পদের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?
প্রায় ৮৯,০৩৫ টি ।
বর্তমানে কত নিয়োগ সম্পন্ন হয়েছে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে জানিয়েছেন?
তিনি আজকে সভা স্থল থেকে ঘোষণা করেলেন যে প্রায় সব মিলিয়ে ১ লক্ষ ৬৩ হাজার ৯৭০ টি নিয়োগ হয়েছে৷
কবে ঐ ৮৯,০৩৫ টি পদে নিয়োগ করা হবে?
সেই নিয়ে কোনও আপডেট আসেনি । কিন্তু তিনি আজকে শিক্ষামন্ত্রীকে আইন অনুসারে এই পরে থাকা শূন্য পদে দ্রুত নিয়োগ করতে নির্দেশ দিয়েছেন।

![[PDF]wb panchayat recruitment 2024 apply online date,west bengal panchayat recruitment 2024 pdf wb_panchayat_recruitment_2024_apply_online_date](https://www.wbedu.in/wp-content/uploads/2024/03/wb_panchayat_recruitment_2024_apply_online_date-218x150.jpg)
![[6652]wb panchayat recruitment 2024,West Bengal Gram Panchayat Recruitment Notification 2024 for 6652 Vacancies wb_panchayat_6652_post](https://www.wbedu.in/wp-content/uploads/2024/02/wb_panchayat_6652_post-218x150.jpg)
![[PDF]WB special educator recruitment 2023 || Vacancy details || West Bengal Special Educator Recruitment 2023 WB_special_educator_recruitment_2023](https://www.wbedu.in/wp-content/uploads/2023/09/WB_special_educator_recruitment_2023-218x150.jpg)
![[Official] WB ANM GNM Exam 2023 Official Answer key,WB ANM GNM Answer Key 2023,very big news WB_ANM__GNM_Exam_2023_Official_Answer_key](https://www.wbedu.in/wp-content/uploads/2023/08/WB_ANM__GNM_Exam_2023_Official_Answer_key-218x150.jpg)
